ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবার নির্বাচনী সহিংসতা উথলীতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বহিরাগতদের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মী গুরুতর জখম হয়েছেন। এদিকে গ্রামবাসী সোহান নামের এক বহিরাগত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উথলীর মোল্লাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গ্রামবাসীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে ১৫ থেকে ১৬টি মোটরসাইকেলযোগে কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আফজালুর রহমান ধীরুর বাড়ির সামনে দিয়ে মহড়া দিতে দিতে মোল্লারবাড়ির দিকে যায়। তারা ফকিরের চায়রে দোকানের সামনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর অর্তকিত হামলা চালায়। তাদের হামলায় আরজ আলীর ছেলে আকাশসহ (১৭) কয়েকজন জখম হয়। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও দর্শনার পরারপুর এলাকার মহিদুলের ছেলে সোহানকে (২৫) ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

গ্রামবাসীরা আরও বলেন, হামলার সময় সেখানে পুলিশের একটি টহল দল থাকলেও তারা এগিয়ে আসেনি। হামলাকারীদের কেউ উথলীর বাসিন্দা না। তারা সবাই দর্শনা থেকে এসেছে। আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ সোহানের চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠায়।

হামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজালুর রহমান বলেন, ‘আমার কয়েকজন কর্মী আহত হয়েছে। তাদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ আফজালুর রহমান আরও বলেন, ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে বহিরাগতদের এনে এ হামলা করা হয়েছে। তারা চান ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে। এ জন্য তারা এলাকায় ভাড়াটে লোকজন এনে ভয়ভীতি দেখাচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হান্নান দাবি করেন, ‘আমাদের লোকজন ওইখানে ছিল। আহাদ ও হাবিব নামের দুজন দাঙ্গাবাজ আছে। তারাই আমাদের লোকজনের মেরেছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সোহান নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গ্রামবাসীরা মারধর করেছে।’ হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি আরও বলেন, একজনের হাতের আঙুল কেটে গেছে। তা ছাড়া তেমন কেউ আহত হয়নি। হান্নান থানায় এসে অভিযোগ দিয়েছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এবার নির্বাচনী সহিংসতা উথলীতে

আপলোড টাইম : ০৮:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে বহিরাগতদের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মী গুরুতর জখম হয়েছেন। এদিকে গ্রামবাসী সোহান নামের এক বহিরাগত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উথলীর মোল্লাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গ্রামবাসীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে ১৫ থেকে ১৬টি মোটরসাইকেলযোগে কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আফজালুর রহমান ধীরুর বাড়ির সামনে দিয়ে মহড়া দিতে দিতে মোল্লারবাড়ির দিকে যায়। তারা ফকিরের চায়রে দোকানের সামনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর অর্তকিত হামলা চালায়। তাদের হামলায় আরজ আলীর ছেলে আকাশসহ (১৭) কয়েকজন জখম হয়। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও দর্শনার পরারপুর এলাকার মহিদুলের ছেলে সোহানকে (২৫) ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

গ্রামবাসীরা আরও বলেন, হামলার সময় সেখানে পুলিশের একটি টহল দল থাকলেও তারা এগিয়ে আসেনি। হামলাকারীদের কেউ উথলীর বাসিন্দা না। তারা সবাই দর্শনা থেকে এসেছে। আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ সোহানের চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠায়।

হামলার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজালুর রহমান বলেন, ‘আমার কয়েকজন কর্মী আহত হয়েছে। তাদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ আফজালুর রহমান আরও বলেন, ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে বহিরাগতদের এনে এ হামলা করা হয়েছে। তারা চান ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে। এ জন্য তারা এলাকায় ভাড়াটে লোকজন এনে ভয়ভীতি দেখাচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হান্নান দাবি করেন, ‘আমাদের লোকজন ওইখানে ছিল। আহাদ ও হাবিব নামের দুজন দাঙ্গাবাজ আছে। তারাই আমাদের লোকজনের মেরেছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সোহান নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গ্রামবাসীরা মারধর করেছে।’ হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি আরও বলেন, একজনের হাতের আঙুল কেটে গেছে। তা ছাড়া তেমন কেউ আহত হয়নি। হান্নান থানায় এসে অভিযোগ দিয়েছেন।’