ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নাস্তার বিলে নয়-ছয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীন মেহেরপুর মুজিবনগর কিশোর-কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের জন্য বরাদ্দের খাবার কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার ৪ ইউনিয়নে ৪টি ক্লাবে প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিদিনের নাস্তার খরচ বাবদ ৩০ টাকার খাবার বরাদ্দ থাকলেও তার অর্ধেক টাকার নাস্তাও দেওয়া হয়না অভিযোগ প্রশিক্ষণার্থীদের। এছাড়াও ক্লাবের অধিকাংশ বরাদ্দের টাকার কোনো হিসাব নেই কারো কাছে। এতে ক্ষোভ ছড়িয়েছে ক্লাবের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে। তবে কর্তৃপক্ষের দাবি, এ প্রকল্পের সব বরাদ্দই সুষ্ঠুভাবে বণ্টন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রান্তিক পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে সৃজনশীল ও গঠনমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল এবং দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে মুজিবনগরে চালু হয় কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় সব ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ক্লাবে ৩৫ জন করে মুজিবনগরের ৪টি ক্লাবে অন্তত ১৪০ জন কিশোর-কিশোরী সপ্তাহে দুইদিন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীর জন্য ৩০ টাকার পুষ্টিকর খাবার সরবরাহের কথা থাকলেও স্বল্প পরিমাণ খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের প্রতিদিন যে নাস্তা দেওয়া হয়, তার মূল্য সর্বোচ্চ ১৫ টাকা। বাকি টাকার কোনো হদিস নেই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষিকা বলেন, ‘আমরা এর আগেও ৩০ টাকা করে নাস্তা দিতাম, কিন্তু এখন যেভাবে আসছে সেভাবে দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘খাবার সরবরাহে কোনো অনিয়ম হচ্ছে না। প্রতিষ্ঠানে সুনাম ক্ষুণ্ন করতে কে বা কারা মিথ্যা তথ্য দিয়েছে।’ মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, ‘এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নাস্তার বিলে নয়-ছয়

আপলোড টাইম : ০৭:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

প্রতিবেদক, মুজিবনগর:

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীন মেহেরপুর মুজিবনগর কিশোর-কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের জন্য বরাদ্দের খাবার কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার ৪ ইউনিয়নে ৪টি ক্লাবে প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিদিনের নাস্তার খরচ বাবদ ৩০ টাকার খাবার বরাদ্দ থাকলেও তার অর্ধেক টাকার নাস্তাও দেওয়া হয়না অভিযোগ প্রশিক্ষণার্থীদের। এছাড়াও ক্লাবের অধিকাংশ বরাদ্দের টাকার কোনো হিসাব নেই কারো কাছে। এতে ক্ষোভ ছড়িয়েছে ক্লাবের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে। তবে কর্তৃপক্ষের দাবি, এ প্রকল্পের সব বরাদ্দই সুষ্ঠুভাবে বণ্টন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রান্তিক পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্যে সৃজনশীল ও গঠনমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল এবং দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে মুজিবনগরে চালু হয় কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতায় সব ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ক্লাবে ৩৫ জন করে মুজিবনগরের ৪টি ক্লাবে অন্তত ১৪০ জন কিশোর-কিশোরী সপ্তাহে দুইদিন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীর জন্য ৩০ টাকার পুষ্টিকর খাবার সরবরাহের কথা থাকলেও স্বল্প পরিমাণ খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের প্রতিদিন যে নাস্তা দেওয়া হয়, তার মূল্য সর্বোচ্চ ১৫ টাকা। বাকি টাকার কোনো হদিস নেই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষিকা বলেন, ‘আমরা এর আগেও ৩০ টাকা করে নাস্তা দিতাম, কিন্তু এখন যেভাবে আসছে সেভাবে দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘খাবার সরবরাহে কোনো অনিয়ম হচ্ছে না। প্রতিষ্ঠানে সুনাম ক্ষুণ্ন করতে কে বা কারা মিথ্যা তথ্য দিয়েছে।’ মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, ‘এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’