ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষে গতকাল শুক্রবার জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভৌগোলিক কারণে বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্ন দুর্যোগ আঘাত হানে। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, বজ্রপাতসহ নানাবিধ দুর্যোগ আমরা মোকাবিলা করে চলেছি। দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে সাম্প্রতিককালে আমরা তাও দেখেছি। দুর্যোগ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, নিরাপত্তার বিষয়টি দেখি তাহলে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকা যাবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আরও বলেন, ‘বর্তমানে ঝড়-বৃষ্টি হওয়ার সময়। এ সময়ে ঘরবাড়িগুলো সংস্কার করতে হবে। সরকারের একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। আপনারা খোঁজখবর নেবেন। আমরা যদি সচেতন থাকি, তাহলে দুর্যোগ মোকাবিলা করতে পারব।’

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন।  অন্যান্যের আরও বক্তব্য দেন রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, জেলা স্কাউটসের সম্পাদক তানভীর আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ন ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকলে টিকে থাকা সহজ হয়। আমাদের দেশে ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, খরা, ঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ নানা ধরনের দুর্যোগ দেখা দেয়। জনসচেনতা ও পূর্ব প্রন্তুতি থাকলে এসব দুর্যোগ মোকাবেলা করা আমাদের জন্য অনেক সহজ হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, প্রাণি  সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইন্সট্র্যাক্টর মিজানুর রহমান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার  উপস্থাপনায় এসময় আরও উপস্থিত থেকে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইসতেসাম সোহেল, ফায়ার সার্ভিস সদস্য জহির রায়হান প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি পালনের লক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, প্রভাষক আবু জাফর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফায়জুল ইসলাম, দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসির উদ্দিনসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন দিনার ও রফিকুল ইসলাম প্রমুখ।

মুজিবনগর:

মুজিবনগরে নানা আয়োজনে পালিত হল দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩। গতকাল মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বিশ্বাস, কার্য সহকারী আশরাফুল ইসলাম, অফিস সহকারী হোসেন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মহড়ার নেতৃত্ব দেন মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শাহাজান আলী ও লিডার মোস্তাফিজুর রহমান।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আপলোড টাইম : ০৭:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষে গতকাল শুক্রবার জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভৌগোলিক কারণে বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্ন দুর্যোগ আঘাত হানে। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, বজ্রপাতসহ নানাবিধ দুর্যোগ আমরা মোকাবিলা করে চলেছি। দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে সাম্প্রতিককালে আমরা তাও দেখেছি। দুর্যোগ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, নিরাপত্তার বিষয়টি দেখি তাহলে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকা যাবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আরও বলেন, ‘বর্তমানে ঝড়-বৃষ্টি হওয়ার সময়। এ সময়ে ঘরবাড়িগুলো সংস্কার করতে হবে। সরকারের একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। আপনারা খোঁজখবর নেবেন। আমরা যদি সচেতন থাকি, তাহলে দুর্যোগ মোকাবিলা করতে পারব।’

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন।  অন্যান্যের আরও বক্তব্য দেন রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, জেলা স্কাউটসের সম্পাদক তানভীর আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ন ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকলে টিকে থাকা সহজ হয়। আমাদের দেশে ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, খরা, ঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ নানা ধরনের দুর্যোগ দেখা দেয়। জনসচেনতা ও পূর্ব প্রন্তুতি থাকলে এসব দুর্যোগ মোকাবেলা করা আমাদের জন্য অনেক সহজ হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, প্রাণি  সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইন্সট্র্যাক্টর মিজানুর রহমান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার  উপস্থাপনায় এসময় আরও উপস্থিত থেকে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইসতেসাম সোহেল, ফায়ার সার্ভিস সদস্য জহির রায়হান প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি পালনের লক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, প্রভাষক আবু জাফর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফায়জুল ইসলাম, দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসির উদ্দিনসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন দিনার ও রফিকুল ইসলাম প্রমুখ।

মুজিবনগর:

মুজিবনগরে নানা আয়োজনে পালিত হল দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩। গতকাল মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বিশ্বাস, কার্য সহকারী আশরাফুল ইসলাম, অফিস সহকারী হোসেন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মহড়ার নেতৃত্ব দেন মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শাহাজান আলী ও লিডার মোস্তাফিজুর রহমান।