ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার শিয়ালমারী হাটে গরু বিক্রি করতে যেয়ে ত্রিমুখী সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. লিটন লিটন (৩৮) এবং হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের খালিদ হোসেনের ছেলে আলমসাধু চালক নাহিদ (৩০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে আলমসাধু চালক নাহিদ তার গাড়িতে গরু নিয়ে বিক্রি করার জন্য শিয়ালমারী বাজারের দিকে যাচ্ছিল। একই সময় জীবননগর পৌর পশুহাট থেকে গরু জবাই করে লিটন মাংস বিক্রি করার জন্য ভ্যানে শিয়ালমারী যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় লিটন কসাই ও নাহিদ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুসরাত জাহান বলেন, গতকাল সকালে দুজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ

আপলোড টাইম : ০৪:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার শিয়ালমারী হাটে গরু বিক্রি করতে যেয়ে ত্রিমুখী সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালকসহ দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. লিটন লিটন (৩৮) এবং হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের খালিদ হোসেনের ছেলে আলমসাধু চালক নাহিদ (৩০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে আলমসাধু চালক নাহিদ তার গাড়িতে গরু নিয়ে বিক্রি করার জন্য শিয়ালমারী বাজারের দিকে যাচ্ছিল। একই সময় জীবননগর পৌর পশুহাট থেকে গরু জবাই করে লিটন মাংস বিক্রি করার জন্য ভ্যানে শিয়ালমারী যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় লিটন কসাই ও নাহিদ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুসরাত জাহান বলেন, গতকাল সকালে দুজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।