ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাবাকে ফেরত চাই শিশু তাম্মি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ২৭১ বার পড়া হয়েছে

পুলিশের ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন : পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক:

সংসারের ব্যয় মিটছিলো না এক বেলা ইজিবাইক চালিয়ে। তাই অতিরিক্ত আয়ের আশায় রাতেও গাড়ি নিয়ে বের হতেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সর্দারপাড়ার মৃত শমসের সরদারের ছেলে আশরাফ সরদার। এটিই কাল হলো তার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী রাবেয়া খাতুন। আর বড় মেয়ে তানজিলা ও ছোটো মেয়ে তাম্মির আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শোকে অসুস্থ হয়ে পড়েছেন আশরাফের মা। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের কান্না। পাড়া-প্রতিবেশিরাও তাদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সর্দারপাড়ায় দেখা যায় এ দৃশ্য।

দৌলতদিয়াড় থেকে নিখোঁজের দুদিন পর ইজিবাইক চালক আশরাফ সরদারের (৫০) হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইঁদুরপোতা মাঠের একটি ভুট্টাখেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি প্রথমে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আশরাফ সরদারের স্ত্রী রাবেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সোমবার রাতে ইজিবাইকে চার্জ করে ১২টার পর বাড়ি থেকে ভাড়া মারতে বের হয় সে। যাওয়ার সময় বাইরে থেকে গেটে তালাও দিয়ে গিয়েছিল। রাতে একবার তার সঙ্গে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। সকালে যখন তাকে বাড়িতে না দেখে কল দিই, মোবাইল বন্ধ ছিল। এরপর থেকেই আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরাও তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। সেদিন দুপুরে সদর থানায়ও গিয়েছিলাম। আজ (গতকাল বুধবার) দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে ইব্রাহিমপুর গ্রামে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করি। যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, পুলিশ তাদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দিক।’

রাবেয়া আরও বলেন, ‘স্বামী ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছি। কিছুদিন আগে বড় মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়ে তাম্মি ক্লাস থ্রিতে পড়ে। সে বারবার তার বাবাকে ফেরত চাইছে।’

ইব্রাহিমপুর গ্রামের সেলিম নামের এক ব্যক্তি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। সেসময় পাশের একটি পেপে বাগানে কর্মরত কয়েকজন ভুট্টাখেতে লাশ দেখে চিৎকার করে। এসময় আমিও লাশটি দেখতে পাই। এসময় স্থানীয় আরও অনেকে সেখানে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যে এলাকার লোকজন লাশ দেখতে সেখানে ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ আসে।’

প্রতিবেশী রাকিব-উজ্জামান বলেন, ‘গত মঙ্গলবার দুপুরেই পরিবারের সদসর‌্যরা আশরাফের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করতে যান। তবে নিখোঁজের পর ২৪ ঘণ্টা পার না হওয়ায় সমস্ত তথ্য নিলেও জিডি নেয়নি থানা কর্তৃপক্ষ। এদিকে, গতকাল বুধবার দুপুরেই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস স্যার (দামুড়হুদা সার্কেল) ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। হত্যা শেষে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আজ (গতকাল বুধবার) দুপুরে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ইদুরপোতা মাঠের ভূট্টা খেতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির হাত-পা বাধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা। পরে দামুড়হুদা থানা-পুলিশকে খবর দেয়। নিখোঁজ আশরাফ সরদারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে। পুলিশ লাশের সুরতাহল প্রতিবেদন শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকারী শনাক্ত ও ইজিবাইক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাবাকে ফেরত চাই শিশু তাম্মি

আপলোড টাইম : ০৭:২২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

পুলিশের ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন : পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক:

সংসারের ব্যয় মিটছিলো না এক বেলা ইজিবাইক চালিয়ে। তাই অতিরিক্ত আয়ের আশায় রাতেও গাড়ি নিয়ে বের হতেন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সর্দারপাড়ার মৃত শমসের সরদারের ছেলে আশরাফ সরদার। এটিই কাল হলো তার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী রাবেয়া খাতুন। আর বড় মেয়ে তানজিলা ও ছোটো মেয়ে তাম্মির আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শোকে অসুস্থ হয়ে পড়েছেন আশরাফের মা। কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের কান্না। পাড়া-প্রতিবেশিরাও তাদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় সর্দারপাড়ায় দেখা যায় এ দৃশ্য।

দৌলতদিয়াড় থেকে নিখোঁজের দুদিন পর ইজিবাইক চালক আশরাফ সরদারের (৫০) হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইঁদুরপোতা মাঠের একটি ভুট্টাখেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি প্রথমে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আশরাফ সরদারের স্ত্রী রাবেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সোমবার রাতে ইজিবাইকে চার্জ করে ১২টার পর বাড়ি থেকে ভাড়া মারতে বের হয় সে। যাওয়ার সময় বাইরে থেকে গেটে তালাও দিয়ে গিয়েছিল। রাতে একবার তার সঙ্গে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। সকালে যখন তাকে বাড়িতে না দেখে কল দিই, মোবাইল বন্ধ ছিল। এরপর থেকেই আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরাও তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। সেদিন দুপুরে সদর থানায়ও গিয়েছিলাম। আজ (গতকাল বুধবার) দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে ইব্রাহিমপুর গ্রামে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করি। যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, পুলিশ তাদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দিক।’

রাবেয়া আরও বলেন, ‘স্বামী ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছি। কিছুদিন আগে বড় মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়ে তাম্মি ক্লাস থ্রিতে পড়ে। সে বারবার তার বাবাকে ফেরত চাইছে।’

ইব্রাহিমপুর গ্রামের সেলিম নামের এক ব্যক্তি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। সেসময় পাশের একটি পেপে বাগানে কর্মরত কয়েকজন ভুট্টাখেতে লাশ দেখে চিৎকার করে। এসময় আমিও লাশটি দেখতে পাই। এসময় স্থানীয় আরও অনেকে সেখানে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যে এলাকার লোকজন লাশ দেখতে সেখানে ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ আসে।’

প্রতিবেশী রাকিব-উজ্জামান বলেন, ‘গত মঙ্গলবার দুপুরেই পরিবারের সদসর‌্যরা আশরাফের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করতে যান। তবে নিখোঁজের পর ২৪ ঘণ্টা পার না হওয়ায় সমস্ত তথ্য নিলেও জিডি নেয়নি থানা কর্তৃপক্ষ। এদিকে, গতকাল বুধবার দুপুরেই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস স্যার (দামুড়হুদা সার্কেল) ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। হত্যা শেষে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘আজ (গতকাল বুধবার) দুপুরে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ইদুরপোতা মাঠের ভূট্টা খেতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির হাত-পা বাধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা। পরে দামুড়হুদা থানা-পুলিশকে খবর দেয়। নিখোঁজ আশরাফ সরদারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে। পুলিশ লাশের সুরতাহল প্রতিবেদন শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকারী শনাক্ত ও ইজিবাইক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।’