ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:  অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে মেহেরপুরের গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে দীর্ঘ সময় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া ছয়জন হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়, সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং বিদেশে টাকা পাচার হচ্ছে এমন তথ্যে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের দুটি দল গত রাতে সাবেক ছাত্রলীগ নেতা সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় সিপুসহ কয়েকজনকে সেখানে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।

অভিযান পরিচলনা করেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) সাইফুল ইসলাম। অভিযানের বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলোর প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে অভিযান

আপলোড টাইম : ০১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:  অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে মেহেরপুরের গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে দীর্ঘ সময় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া ছয়জন হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়, সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং বিদেশে টাকা পাচার হচ্ছে এমন তথ্যে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের দুটি দল গত রাতে সাবেক ছাত্রলীগ নেতা সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় সিপুসহ কয়েকজনকে সেখানে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।

অভিযান পরিচলনা করেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি ডিবি) সাইফুল ইসলাম। অভিযানের বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলোর প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’