ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী উপজেলা জাপার সাধারণ সম্পাদকের ৫ বছরের জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মারামারি মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুকে (৩৫) ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত জান মহাম্মদ ওরফে মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে ও উপজেলা জাতীয় পার্টির (এরশাদ গ্রুপ) এর সাধারণ সম্পাদক।

জানা গেছে, গাংনীর চেংগাড়া গ্রামের ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালে চেংগাড়া বাজারের ওপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে ১ নম্বর আসামিসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর মামলা নম্বর ১৭২/১৪ ইং। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মামলার ৫ জন আসামি জামিনে মুক্ত হলেও মিন্টুসহ তিনজন আসামি জামিন নেননি। পলাতক থাকায় আদালতে এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলায় ৩২৬ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এক নম্বর আসামি মিন্টুকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাথী বোস মীরা। এর আগে, জান মহাম্মদ ওরফে মিন্টুর বিরুদ্ধে অপহরণ, চুরি, ডাকাতিসহ হাফ ডজন মামলা রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনী উপজেলা জাপার সাধারণ সম্পাদকের ৫ বছরের জেল

আপলোড টাইম : ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মারামারি মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুকে (৩৫) ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত জান মহাম্মদ ওরফে মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে ও উপজেলা জাতীয় পার্টির (এরশাদ গ্রুপ) এর সাধারণ সম্পাদক।

জানা গেছে, গাংনীর চেংগাড়া গ্রামের ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালে চেংগাড়া বাজারের ওপর প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে ১ নম্বর আসামিসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর মামলা নম্বর ১৭২/১৪ ইং। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মামলার ৫ জন আসামি জামিনে মুক্ত হলেও মিন্টুসহ তিনজন আসামি জামিন নেননি। পলাতক থাকায় আদালতে এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলায় ৩২৬ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এক নম্বর আসামি মিন্টুকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাথী বোস মীরা। এর আগে, জান মহাম্মদ ওরফে মিন্টুর বিরুদ্ধে অপহরণ, চুরি, ডাকাতিসহ হাফ ডজন মামলা রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।