ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর ডিসি ইকোপার্কে টিকিট নেওয়ায় বিনোদন প্রেমীদের ক্ষোভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
  • / ৫৫ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকোপার্কে টিকিট নেওয়ায় দর্শনার্থীরা ক্ষোভ প্রকাম করেছেন। সোমবার (১১ জুলাই) ডিসি ইকো পার্ক সরেজমিন ঘুরে দেখা যায় আনসার সদস্যের মাধ্যমে প্রতি জনের কাছ থেকে ১০ টাকা করে টিকিট নিচ্ছে উপজেলা প্রশাসন।
ইকোপার্কে ঘুরতে আসা সাইদুর রহমান জানান,  এর আগে এই পার্কে কোনো টিকিট নেওয়া হতো না। হঠাৎ আজ পরিবার নিয়ে ঘুরতে এসে দেখি পার্কের গেটে আনসার সদস্যের মাধ্যমে টিকিট নেওয়া হচ্ছে টিকিট ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
ঘুরতে আসা জান্নাতুল ফেরদৌস জানান, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসেছি একপ্রকার জোরপূর্বক আমাদের কাছে ১০টাকা করে টিকিট আদায় করছে পার্কের লোক ও আনসার সদস্যরা। কেন টিকিট দেয়া হচ্ছে এমন প্রশ্নের পার্কে লোক আনসার সদস্যরা আমাদের বলেন এ বিষয়ে ইউএনও স্যার জানেন আমরা কিছু জানি না।
নাম প্রকাশের অনিচ্ছুক পার্কের এক কর্মচারী জানান, হঠাৎ করেই ইউএনও স্যার কোনো কারণ ছাড়াই পার্কে, টিকিটের ব্যবস্থা করেছেন। অনেকেই বিনোদন নিতে এসে টিকিটের ঝামেলায় বাসায় ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, সরকারিভাবে পার্কে কোন বরাদ্দ নেই। তাই পার্কের উন্নয়ন ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য বাধ্য হয়ে এ টিকিটের ব্যবস্থা করেছি।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর ডিসি ইকোপার্কে টিকিট নেওয়ায় বিনোদন প্রেমীদের ক্ষোভ

আপলোড টাইম : ০৯:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকোপার্কে টিকিট নেওয়ায় দর্শনার্থীরা ক্ষোভ প্রকাম করেছেন। সোমবার (১১ জুলাই) ডিসি ইকো পার্ক সরেজমিন ঘুরে দেখা যায় আনসার সদস্যের মাধ্যমে প্রতি জনের কাছ থেকে ১০ টাকা করে টিকিট নিচ্ছে উপজেলা প্রশাসন।
ইকোপার্কে ঘুরতে আসা সাইদুর রহমান জানান,  এর আগে এই পার্কে কোনো টিকিট নেওয়া হতো না। হঠাৎ আজ পরিবার নিয়ে ঘুরতে এসে দেখি পার্কের গেটে আনসার সদস্যের মাধ্যমে টিকিট নেওয়া হচ্ছে টিকিট ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
ঘুরতে আসা জান্নাতুল ফেরদৌস জানান, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসেছি একপ্রকার জোরপূর্বক আমাদের কাছে ১০টাকা করে টিকিট আদায় করছে পার্কের লোক ও আনসার সদস্যরা। কেন টিকিট দেয়া হচ্ছে এমন প্রশ্নের পার্কে লোক আনসার সদস্যরা আমাদের বলেন এ বিষয়ে ইউএনও স্যার জানেন আমরা কিছু জানি না।
নাম প্রকাশের অনিচ্ছুক পার্কের এক কর্মচারী জানান, হঠাৎ করেই ইউএনও স্যার কোনো কারণ ছাড়াই পার্কে, টিকিটের ব্যবস্থা করেছেন। অনেকেই বিনোদন নিতে এসে টিকিটের ঝামেলায় বাসায় ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, সরকারিভাবে পার্কে কোন বরাদ্দ নেই। তাই পার্কের উন্নয়ন ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য বাধ্য হয়ে এ টিকিটের ব্যবস্থা করেছি।