ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাংসদ আনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:  ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

 

সম্প্রতি বিভিন্ন প্রচার মাধ্যম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ নিয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, যে কলেজ সরকারিকরণে সাংসদ আনারের অবদান সব থেকে বেশি, সেই মানুষটাকেই হেয়প্রতিপণ্ন করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু স্বার্থলোভী।

কলেজের প্রভাষক সুব্রত নন্দি বলেন, ‘একটি মহল তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কলেজ সরকারিকরণের জন্য সাংসদ আনোয়ারুল আজিম আনারের যে ভূমিকা, সেটা তারা ভুলে গেছে। এই অপবাদ আমরা এতো সহজে মেনে নিতে পারি না। আজ আমরা শান্তিপূর্ণভাবে মানবন্ধন করছি, কিন্তু এই অপপ্রচার বন্ধ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’ এসময় আরও বক্তব্য দেন কলেজের শিক্ষকদের পক্ষ থেকে আব্দুল হাই, ছাত্রদের পক্ষ থেকে শেখ হাসিবুল ইসলাম ও রিমন হাসান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে সাংসদ আনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন

আপলোড টাইম : ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

প্রতিবেদক, কালীগঞ্জ:  ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

 

সম্প্রতি বিভিন্ন প্রচার মাধ্যম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ নিয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, যে কলেজ সরকারিকরণে সাংসদ আনারের অবদান সব থেকে বেশি, সেই মানুষটাকেই হেয়প্রতিপণ্ন করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু স্বার্থলোভী।

কলেজের প্রভাষক সুব্রত নন্দি বলেন, ‘একটি মহল তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কলেজ সরকারিকরণের জন্য সাংসদ আনোয়ারুল আজিম আনারের যে ভূমিকা, সেটা তারা ভুলে গেছে। এই অপবাদ আমরা এতো সহজে মেনে নিতে পারি না। আজ আমরা শান্তিপূর্ণভাবে মানবন্ধন করছি, কিন্তু এই অপপ্রচার বন্ধ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’ এসময় আরও বক্তব্য দেন কলেজের শিক্ষকদের পক্ষ থেকে আব্দুল হাই, ছাত্রদের পক্ষ থেকে শেখ হাসিবুল ইসলাম ও রিমন হাসান।