ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে এসএসসির ফরম পূরণের টাকা ফেরত দিতে গড়িমশি

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে আন্দোলনের পর ছাত্রদের ফরম পূরণের টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসএসসি ফরম পূরণের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এরপর টাকা ফেরত দিতে নির্দেশ দেন প্রধান শিক্ষক আফজাল হোসেন।

এসএসসি পাস করা শিক্ষার্থী মাহফুজ ইসলাম বিজয় ও মুকুল হোসেন বলেন, ২০২১ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থী ফরম পূরণ করার পর করোনা দুর্যোগের কারণে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ শ টাকা করে মোট ১ লাখ ২২ হাজার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক অজ্ঞাত কারণে টাকা ফেরত না দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করছেন। বিভিন্ন সময় টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক আফজাল হোসেন উত্তেজিত হয়ে রূঢ় আচরণ করে রুম থেকে বের করে দেন। অবশেষে বাধ্য হয়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করার পর টাকা ফেরত দিতে শুরু করেছেন।

শিক্ষার্থী মুস্তাক আহমেদ ও সুমাইয়া খাতুন বলেন, গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বিভিন্ন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছেন তাঁরা। সবসময় তাঁদের পক্ষে প্রধান শিক্ষকের কাছে টাকা চাইতে স্কুলে আসার সম্ভব হয়ে ওঠে না। এরপরও বিভিন্ন সময়ে টাকা চাইতে গেলে প্রধান শিক্ষকের অশোভন আচরণের মুখে পড়তে হয়। এক প্রকার বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ, প্রতিবাদে ও মানববন্ধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা কখনোই আমার কাছে টাকা নিতে আসেনি।’ এ বিষরেয় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, সরকারি বিধি মোতাবেক টাকা ফেরত দেওয়ার কথা। টাকা ফেরত না দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কুলগুলোতে ফরম পূরণের টাকা ফেরত দেওয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টাকা ফেরত না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে এসএসসির ফরম পূরণের টাকা ফেরত দিতে গড়িমশি

আপলোড টাইম : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

মেহেরপুরের গাংনীতে আন্দোলনের পর ছাত্রদের ফরম পূরণের টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসএসসি ফরম পূরণের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এরপর টাকা ফেরত দিতে নির্দেশ দেন প্রধান শিক্ষক আফজাল হোসেন।

এসএসসি পাস করা শিক্ষার্থী মাহফুজ ইসলাম বিজয় ও মুকুল হোসেন বলেন, ২০২১ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থী ফরম পূরণ করার পর করোনা দুর্যোগের কারণে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ শ টাকা করে মোট ১ লাখ ২২ হাজার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক অজ্ঞাত কারণে টাকা ফেরত না দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করছেন। বিভিন্ন সময় টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক আফজাল হোসেন উত্তেজিত হয়ে রূঢ় আচরণ করে রুম থেকে বের করে দেন। অবশেষে বাধ্য হয়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করার পর টাকা ফেরত দিতে শুরু করেছেন।

শিক্ষার্থী মুস্তাক আহমেদ ও সুমাইয়া খাতুন বলেন, গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বিভিন্ন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছেন তাঁরা। সবসময় তাঁদের পক্ষে প্রধান শিক্ষকের কাছে টাকা চাইতে স্কুলে আসার সম্ভব হয়ে ওঠে না। এরপরও বিভিন্ন সময়ে টাকা চাইতে গেলে প্রধান শিক্ষকের অশোভন আচরণের মুখে পড়তে হয়। এক প্রকার বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ, প্রতিবাদে ও মানববন্ধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা কখনোই আমার কাছে টাকা নিতে আসেনি।’ এ বিষরেয় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, সরকারি বিধি মোতাবেক টাকা ফেরত দেওয়ার কথা। টাকা ফেরত না দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কুলগুলোতে ফরম পূরণের টাকা ফেরত দেওয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টাকা ফেরত না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।