ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ প্রতিযোগিতাকে বিশ্বাস করে, প্রতিহিংসাকে নয়: বি এম মোজাম্মেল হক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

মুনশী মোকাদ্দেস/সোহাগ মন্ডল:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগে প্রতিহিংসার জায়গা নেয়। আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন, এই সংগঠন প্রতিযোগিতাকে বিশ্বাস করে, প্রতিহিংসাকে নয়। যে সকল নেতারা আওয়ামী লীগের কর্মীদের পাশে থাকে, জনগণের পাশে থাকে, আওয়ামী লীগকে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এই মুজিবনগর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই হবে আওয়ামী লীগের নেতা। তিনি আরও বলেন, একজন ভালো, সৎ সমাজসেবক রাজনৈতিক সুসাংগঠনিক ভালো ব্যক্তিকে নেতা করতে হবে। কাজেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভালোবেসে সকল নেতা-কর্মীকে একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা। এছাড়া বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এম এ এস ইমন, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য আসলাম শিহির, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আব্দুস সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির ভোটের মাধ্যমে রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কমিটি ঘোষণা দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আ.লীগ প্রতিযোগিতাকে বিশ্বাস করে, প্রতিহিংসাকে নয়: বি এম মোজাম্মেল হক

আপলোড টাইম : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

মুনশী মোকাদ্দেস/সোহাগ মন্ডল:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগে প্রতিহিংসার জায়গা নেয়। আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন, এই সংগঠন প্রতিযোগিতাকে বিশ্বাস করে, প্রতিহিংসাকে নয়। যে সকল নেতারা আওয়ামী লীগের কর্মীদের পাশে থাকে, জনগণের পাশে থাকে, আওয়ামী লীগকে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এই মুজিবনগর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই হবে আওয়ামী লীগের নেতা। তিনি আরও বলেন, একজন ভালো, সৎ সমাজসেবক রাজনৈতিক সুসাংগঠনিক ভালো ব্যক্তিকে নেতা করতে হবে। কাজেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভালোবেসে সকল নেতা-কর্মীকে একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা। এছাড়া বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এম এ এস ইমন, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য আসলাম শিহির, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আব্দুস সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির ভোটের মাধ্যমে রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কমিটি ঘোষণা দেন।