ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে বেলা ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে এই সম্মেলন। পতাকা উত্তোলনের পরপরই মুজিবনগর অডিটরিয়ামে আলোচনা সভা ও কমিটি গঠনের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলনের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জাহান কল্পনা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল প্রমুখ।
জানা গেছে, বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। যদিও দলের মধ্যে গ্রুপিং রয়েছে তবুও সবাই একসাথেই কমিটি গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে আশা করছেন নেতৃবৃন্দ। সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে পরবর্তী দিনের যোগ্য নেতা নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা। তবে সম্ভাব্য প্রার্থী ও এলাকার মানুষের মাঝে আলোচনা চলছে। হিসেবে চলছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কে হচ্ছেন সেই বিষয়ে।

জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- বর্তমান সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা। সাধারণ সম্পাদক পদে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু।

এ বিষয়ে রফিকুল ইসলাম তোতা বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছি এবং ভোটের দায়িত্ব পালন করেছি। দলের সাথে আছি এবং থাকব। বর্তমান সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে এ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। নেতা-কর্মীদের সাথে নিয়ে সুখে-দুঃখে অনেক সময় অতিক্রম করেছি। নেতা-কর্মীরা যদি আমাকে চান, তাহলে আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।’

সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান চাঁদু বলেন, ‘আমি ২০১৫ সালের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে এবার আশা করছি নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করবেন।’ সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউর রহমান নান্নু বলেন, ‘আমি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। মুখে যে যাই বলুক, কেউ প্যানেলের বাইরে নয়। প্রকাশ্যে প্যানেল ঘোষণা না হলেও ভেতরে ভেতরে সবাই প্যানেল করে বসে আছে। নেতা-কর্মীরা আমাকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ২৩শে ফেব্রুয়ারি মুজিবনগর আম্রকাননে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলররা গোপন গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

আপলোড টাইম : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে বেলা ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হবে এই সম্মেলন। পতাকা উত্তোলনের পরপরই মুজিবনগর অডিটরিয়ামে আলোচনা সভা ও কমিটি গঠনের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলনের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জাহান কল্পনা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল প্রমুখ।
জানা গেছে, বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। যদিও দলের মধ্যে গ্রুপিং রয়েছে তবুও সবাই একসাথেই কমিটি গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে আশা করছেন নেতৃবৃন্দ। সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে পরবর্তী দিনের যোগ্য নেতা নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতা-কর্মীরা। তবে সম্ভাব্য প্রার্থী ও এলাকার মানুষের মাঝে আলোচনা চলছে। হিসেবে চলছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কে হচ্ছেন সেই বিষয়ে।

জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- বর্তমান সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা। সাধারণ সম্পাদক পদে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু।

এ বিষয়ে রফিকুল ইসলাম তোতা বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছি এবং ভোটের দায়িত্ব পালন করেছি। দলের সাথে আছি এবং থাকব। বর্তমান সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে এ সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। নেতা-কর্মীদের সাথে নিয়ে সুখে-দুঃখে অনেক সময় অতিক্রম করেছি। নেতা-কর্মীরা যদি আমাকে চান, তাহলে আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।’

সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান চাঁদু বলেন, ‘আমি ২০১৫ সালের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে এবার আশা করছি নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করবেন।’ সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউর রহমান নান্নু বলেন, ‘আমি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। মুখে যে যাই বলুক, কেউ প্যানেলের বাইরে নয়। প্রকাশ্যে প্যানেল ঘোষণা না হলেও ভেতরে ভেতরে সবাই প্যানেল করে বসে আছে। নেতা-কর্মীরা আমাকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ২৩শে ফেব্রুয়ারি মুজিবনগর আম্রকাননে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলররা গোপন গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু।