ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর পৌর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হক বললেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও সম্পাদক অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েল

দীর্ঘ দেড় যুগ পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এর আগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে বি এম মোজাম্মেল হক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে সেখানে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বি এম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ সবসময় এ দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে। এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জন্মের পর থেকে আওয়ামী লীগ লড়াই করছে, সংগ্রাম করছে। আওয়ামী লীগ সেই মূলমন্ত্রকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগ মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছে মানুষের রাজনৈতিক সামাজিক মুক্তির কথা বলেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে। আওয়ামী লীগের লক্ষ্য ছিল মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার। প্রতিটি মানুষ পেট ভরে ভাত খাবে, প্রতিটি মানুষের পরনে কাপড় থাকবে, বাসস্থানের নিশ্চয়তা থাকবে, প্রতিটি মানুষ রোগাক্রান্ত হলে নিশ্চিতভাবে চিকিৎসাসেবার অধিকার পাবে এবং প্রতিটি ধনী, দরিদ্র, সর্বহারা, বাস্তুচ্যুত প্রতিটি মানুষের সন্তান লেখাপড়ার সুযোগ পাবে, এমন একটি রাষ্ট্রের চিন্তা করেই সেই রাষ্ট্রের জন্য লড়াই করে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি আরও বলেন, এ দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, সাবেক আহ্বায়ক সাজ্জাদুল আনামসহ মেহেরপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে গতকাল রাত ১০টার দিকে সন্ধ্যার পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইকবাল হোসেন বুলবুল ও সম্পাদক হিসেবে অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েলের নাম ঘোষণা করেন বি এম মোজাম্মেল হক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুর পৌর আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হক বললেন

আপলোড টাইম : ০২:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও সম্পাদক অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েল

দীর্ঘ দেড় যুগ পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এর আগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে বি এম মোজাম্মেল হক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে সেখানে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বি এম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ সবসময় এ দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে। এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জন্মের পর থেকে আওয়ামী লীগ লড়াই করছে, সংগ্রাম করছে। আওয়ামী লীগ সেই মূলমন্ত্রকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগ মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছে মানুষের রাজনৈতিক সামাজিক মুক্তির কথা বলেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে। আওয়ামী লীগের লক্ষ্য ছিল মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার। প্রতিটি মানুষ পেট ভরে ভাত খাবে, প্রতিটি মানুষের পরনে কাপড় থাকবে, বাসস্থানের নিশ্চয়তা থাকবে, প্রতিটি মানুষ রোগাক্রান্ত হলে নিশ্চিতভাবে চিকিৎসাসেবার অধিকার পাবে এবং প্রতিটি ধনী, দরিদ্র, সর্বহারা, বাস্তুচ্যুত প্রতিটি মানুষের সন্তান লেখাপড়ার সুযোগ পাবে, এমন একটি রাষ্ট্রের চিন্তা করেই সেই রাষ্ট্রের জন্য লড়াই করে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি আরও বলেন, এ দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরেছিলেন। আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল, সাবেক আহ্বায়ক সাজ্জাদুল আনামসহ মেহেরপুর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে গতকাল রাত ১০টার দিকে সন্ধ্যার পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইকবাল হোসেন বুলবুল ও সম্পাদক হিসেবে অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েলের নাম ঘোষণা করেন বি এম মোজাম্মেল হক।