ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে কৃষক অপহরণ ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০২:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে কৃষক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আব্দুল কুদ্দুস ওরফে কুদু (২৭), মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুলালনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম তপন (২৮)। গতকাল রোববার সকালে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্বীকার করেছেন আসামিরা। এ তথ্য নিশ্চিত করেছে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১লা এপ্রিল রাত ৯টার দিকে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামস্থ হাতিরখাল নামক মাঠের জমিতে স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় আব্দুল মালেক ও তাঁর ভাই রফিকুল ইসলামকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অপহরণ করে। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তারা। বিষয়টি জানতে পেরে মুজিবনগর থানা, মেহেরপুর ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের সমন্বয়ে কাজ শুরু করে পুলিশ। একপর্যায়ে অপহরণের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলাটি তদন্ত করছেন মুজিবনগর থানার পরিদর্শক শরিফুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে কৃষক অপহরণ ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০২:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

মেহেরপুরের মুজিবনগরে কৃষক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আব্দুল কুদ্দুস ওরফে কুদু (২৭), মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুলালনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম তপন (২৮)। গতকাল রোববার সকালে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্বীকার করেছেন আসামিরা। এ তথ্য নিশ্চিত করেছে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১লা এপ্রিল রাত ৯টার দিকে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামস্থ হাতিরখাল নামক মাঠের জমিতে স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় আব্দুল মালেক ও তাঁর ভাই রফিকুল ইসলামকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অপহরণ করে। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তারা। বিষয়টি জানতে পেরে মুজিবনগর থানা, মেহেরপুর ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের সমন্বয়ে কাজ শুরু করে পুলিশ। একপর্যায়ে অপহরণের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলাটি তদন্ত করছেন মুজিবনগর থানার পরিদর্শক শরিফুল ইসলাম।