ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের দুই যুবক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না মেহেরপুরের আসিফ ও টিটু নামের দুই যুবকের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছেন। নিহত আসিফ মেহেরপুর হোটেল বাজারের নবিছদ্দিন ওরফে ফকিরের মুদি দোকানের কর্মচারী ও বাড়িবাকা গ্রামের নিজাম উদ্দিনের ছোট ছেলে এবং টিটু গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের পরদিন আসিফ, টিটুসহ ৮ বন্ধু মিলে চারটি মোটরসাইকেলযোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে যান। ভ্রমণ শেষে গতকাল শুক্রবার ভোরে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে আসিফ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসিফ। গুরুতর আহত অবস্থায় টিটুকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের দুই যুবক নিহত

আপলোড টাইম : ০৭:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না মেহেরপুরের আসিফ ও টিটু নামের দুই যুবকের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছেন। নিহত আসিফ মেহেরপুর হোটেল বাজারের নবিছদ্দিন ওরফে ফকিরের মুদি দোকানের কর্মচারী ও বাড়িবাকা গ্রামের নিজাম উদ্দিনের ছোট ছেলে এবং টিটু গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের পরদিন আসিফ, টিটুসহ ৮ বন্ধু মিলে চারটি মোটরসাইকেলযোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে যান। ভ্রমণ শেষে গতকাল শুক্রবার ভোরে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে আসিফ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসিফ। গুরুতর আহত অবস্থায় টিটুকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।