ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার অর্থনীতির মতো অবস্থা বাংলাদেশে হওয়ার সুযোগ নেই: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে ঐতিহাসিক ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুরের মুজিবনগরের আ¤্রকাননে শেখ হাসিনা মঞ্চে সমাবেশের মধ্যদিয়ে দিনটি উদ্যাপিত হয়। আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, ‘যারা আজকে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে দাবি করেন, তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল। কারাগারের অন্ধকারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। যেটি মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ঘটনা।’

তিনি বলেন, একাত্তরে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্রকে যারা অকার্যকর ও ব্যর্থ বানাতে চায়, রাজনৈতিক ফায়দা লুটতে চায়, সেই বিএনপি-জামায়াত যেন মনে রাখে, শ্রীলঙ্কার অর্থনীতির মতো অবস্থা বাংলাদেশে হওয়ার সুযোগ নেই।

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি দেউলিয়া হওয়ার কারণ হলো তাদের অর্থনীতি পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। তারা খাদ্য আমদানির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অনেক গুণে শক্তিশালী। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ জমা আছে, তা পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে কয়েক গুণ বেশি। বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। তারাই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালিয়ে দেশের সার্বভৌমত্ব বিপণœ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেই অপপ্রচারের বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে।

সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পলাশীর আ¤্রকাননে যে সূর্য অস্তমিত হয়েছিল, ঠিক তারপর ১৯৭১ সালে এই মুজিবনগর আ¤্রকাননে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।’ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মুক্তির লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম শুরু করেন। তারপর ধাপে ধাপে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান।’

সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের এই পবিত্র মাটিতে শপথ গ্রহণের পরপরই সমগ্র বাঙালি জাতি জেগে উঠেছিল। তার পরের ইতিহাস ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৭১ সালের ১৭ এপ্রিলের পর থেকেই প্রতি বছর এই মুজিবনগরে যথাযথভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে। আজকে আমাদের বড় লজ্জা, আওয়ামী লীগ ছাড়া জামায়াত-বিএনপি এই মহান দিবসটি পালন করে না। তারা নিজেদের স্বাধীনতার সপক্ষ শক্তি হিসেবে দাবি করলেও এই দিবসটি তারা কখনোই পালন করে না।’ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, সাঈদ খান ও সদস্য পারভিন জামান কল্পনা।

এর আগে গতকাল রোববার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন। পরে সেখানে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শ্রীলঙ্কার অর্থনীতির মতো অবস্থা বাংলাদেশে হওয়ার সুযোগ নেই: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আপলোড টাইম : ০৯:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

মেহেরপুরে ঐতিহাসিক ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুরের মুজিবনগরের আ¤্রকাননে শেখ হাসিনা মঞ্চে সমাবেশের মধ্যদিয়ে দিনটি উদ্যাপিত হয়। আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, ‘যারা আজকে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে দাবি করেন, তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল। কারাগারের অন্ধকারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। যেটি মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ঘটনা।’

তিনি বলেন, একাত্তরে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্রকে যারা অকার্যকর ও ব্যর্থ বানাতে চায়, রাজনৈতিক ফায়দা লুটতে চায়, সেই বিএনপি-জামায়াত যেন মনে রাখে, শ্রীলঙ্কার অর্থনীতির মতো অবস্থা বাংলাদেশে হওয়ার সুযোগ নেই।

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি দেউলিয়া হওয়ার কারণ হলো তাদের অর্থনীতি পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। তারা খাদ্য আমদানির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অনেক গুণে শক্তিশালী। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ জমা আছে, তা পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে কয়েক গুণ বেশি। বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। তারাই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালিয়ে দেশের সার্বভৌমত্ব বিপণœ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেই অপপ্রচারের বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে।

সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘পলাশীর আ¤্রকাননে যে সূর্য অস্তমিত হয়েছিল, ঠিক তারপর ১৯৭১ সালে এই মুজিবনগর আ¤্রকাননে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল।’ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মুক্তির লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম শুরু করেন। তারপর ধাপে ধাপে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান।’

সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের এই পবিত্র মাটিতে শপথ গ্রহণের পরপরই সমগ্র বাঙালি জাতি জেগে উঠেছিল। তার পরের ইতিহাস ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৭১ সালের ১৭ এপ্রিলের পর থেকেই প্রতি বছর এই মুজিবনগরে যথাযথভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে। আজকে আমাদের বড় লজ্জা, আওয়ামী লীগ ছাড়া জামায়াত-বিএনপি এই মহান দিবসটি পালন করে না। তারা নিজেদের স্বাধীনতার সপক্ষ শক্তি হিসেবে দাবি করলেও এই দিবসটি তারা কখনোই পালন করে না।’ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, সাঈদ খান ও সদস্য পারভিন জামান কল্পনা।

এর আগে গতকাল রোববার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন। পরে সেখানে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।