ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়ায় শেখ রাসেলের নামের সাথে নিজের নাম যুক্ত করে প্রতিবন্ধী স্কুলের নাম

প্রতিবেদক, কালীগঞ্জ:
  • আপলোড টাইম : ০৯:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেলের নামের সাথে তথাকথিত দানবীর তরিকুল ইসলাম যৌথ নাম দিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু তাই নয়, শেখ রাসেলের ছবির সাথে তাঁর নিজের একটি ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানের নামের একটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙিয়ে দিয়েছেন। নিয়ম রয়েছে সরকার প্রধান শেখ পরিবারের কোনো সদস্যের নাম বা নামের সাথে কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে হলে ট্রাস্টি বোর্ডর অনুমোদন নিতে হয়। তবে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের কোনো অনুমোদন না নিয়েই শেখ রাসেলের সাথে নিজের নাম ও ছবি জুড়ে দিয়েছেন তথাকথিত দানবীর তরিকুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নে শেখ রাসেল ও দানবীর তরিকুল ইসলাম প্রতিবন্ধী বিদ্যালয় নামের প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন দানবীর তরিকুল ইসলাম।

শেখ রাসেল ও দানবীর তরিকুল ইসলাম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, ‘আমি এলাকার প্রতিবন্ধীদের উন্নয়নে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে স্কুলটি চলছে।’ তবে শেখ রাসেলের নাম ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, ট্রাস্টি  বোর্ডের অনুমতি নেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধিন রয়েছে।

এদিকে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন জানান, ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়া শেখ পরিবারের নাম ব্যবহারের  কোনো সুযোগ নেই। নাম ব্যবহারের আগে অবশ্যই অনুমতি নিতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়ায় শেখ রাসেলের নামের সাথে নিজের নাম যুক্ত করে প্রতিবন্ধী স্কুলের নাম

আপলোড টাইম : ০৯:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেলের নামের সাথে তথাকথিত দানবীর তরিকুল ইসলাম যৌথ নাম দিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু তাই নয়, শেখ রাসেলের ছবির সাথে তাঁর নিজের একটি ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানের নামের একটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙিয়ে দিয়েছেন। নিয়ম রয়েছে সরকার প্রধান শেখ পরিবারের কোনো সদস্যের নাম বা নামের সাথে কোনো ব্যক্তির নাম ব্যবহার করতে হলে ট্রাস্টি বোর্ডর অনুমোদন নিতে হয়। তবে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের কোনো অনুমোদন না নিয়েই শেখ রাসেলের সাথে নিজের নাম ও ছবি জুড়ে দিয়েছেন তথাকথিত দানবীর তরিকুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাঙ্গা ইউনিয়নে শেখ রাসেল ও দানবীর তরিকুল ইসলাম প্রতিবন্ধী বিদ্যালয় নামের প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন দানবীর তরিকুল ইসলাম।

শেখ রাসেল ও দানবীর তরিকুল ইসলাম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জানান, ‘আমি এলাকার প্রতিবন্ধীদের উন্নয়নে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে স্কুলটি চলছে।’ তবে শেখ রাসেলের নাম ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, ট্রাস্টি  বোর্ডের অনুমতি নেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধিন রয়েছে।

এদিকে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন জানান, ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়া শেখ পরিবারের নাম ব্যবহারের  কোনো সুযোগ নেই। নাম ব্যবহারের আগে অবশ্যই অনুমতি নিতে হবে।