ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৮:৫৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে ম প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের সাখাওয়াতের স্ত্রী রোজিনা খাতুন (৩৭), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও ছানোয়ার (৩০)। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত রোজিনা খাতুনের স্বামী সাখাওয়াত জানায়, প্রতিবেশী মোসারেফ হেসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আমি মাঠের কাজে ব্যাস্ত ছিলাম। এমন সময় প্রতিপক্ষ মোহাব্বত আলীর নেতৃত্বে তার ছেলে জহীর আলী ও মোশাররফ আলীর ছেলে আল-আমিন হোসেন ও হাসান আলী আমার বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রড, লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রের আঘাতে আমার স্ত্রীসহ ৩জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে জমির দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

আপলোড টাইম : ০৮:৫৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে ম প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের সাখাওয়াতের স্ত্রী রোজিনা খাতুন (৩৭), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও ছানোয়ার (৩০)। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত রোজিনা খাতুনের স্বামী সাখাওয়াত জানায়, প্রতিবেশী মোসারেফ হেসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আমি মাঠের কাজে ব্যাস্ত ছিলাম। এমন সময় প্রতিপক্ষ মোহাব্বত আলীর নেতৃত্বে তার ছেলে জহীর আলী ও মোশাররফ আলীর ছেলে আল-আমিন হোসেন ও হাসান আলী আমার বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রড, লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রের আঘাতে আমার স্ত্রীসহ ৩জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।