ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ডাকবাংলা:

মাদকের বিরুদ্ধে নিউজ করায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওমর আলী সোহাগের ওপর অতর্কিত হামলাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর খোকা চেয়ারম্যানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার দুপুরে সাংবাদিক ওমর আলী সোহাগ পেশাগত কাজে শহরের পায়রা চত্বরে খোকা চেয়ারম্যানের পাম্পের সামনে অবস্থান করছিলেন। এসময় মাদক ব্যবসায়ী জসিম ১৫-২০ জন লোক নিয়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালাতে আসে। তাৎক্ষণিক পাশেই থাকা ছাত্রলীগের কিছু ছেলেরা টের পেয়ে সোহাগের ওপর হামলা করা মুহূর্তে তাকে বাঁচায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই হামলাকারী মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুসহ ইউনিটের সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে শাহিদুর রহমান সণ্টু বলেন, মাদক ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো মামলা রয়েছে। আইনগতভাবে কঠিন ব্যবস্থা না নেওয়ায় এরা সমাজে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। যে কারণে এদের সাথে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু মাদকাসক্ত প্রভাবশালীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৯:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

প্রতিবেদক, ডাকবাংলা:

মাদকের বিরুদ্ধে নিউজ করায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওমর আলী সোহাগের ওপর অতর্কিত হামলাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর খোকা চেয়ারম্যানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার দুপুরে সাংবাদিক ওমর আলী সোহাগ পেশাগত কাজে শহরের পায়রা চত্বরে খোকা চেয়ারম্যানের পাম্পের সামনে অবস্থান করছিলেন। এসময় মাদক ব্যবসায়ী জসিম ১৫-২০ জন লোক নিয়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালাতে আসে। তাৎক্ষণিক পাশেই থাকা ছাত্রলীগের কিছু ছেলেরা টের পেয়ে সোহাগের ওপর হামলা করা মুহূর্তে তাকে বাঁচায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই হামলাকারী মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুসহ ইউনিটের সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে শাহিদুর রহমান সণ্টু বলেন, মাদক ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো মামলা রয়েছে। আইনগতভাবে কঠিন ব্যবস্থা না নেওয়ায় এরা সমাজে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। যে কারণে এদের সাথে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু মাদকাসক্ত প্রভাবশালীরা।