ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই বিঘা জমির ভুট্টা চুরির পর তছরুপ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে গোয়ালের গরু, ক্ষেতের রসুন ও পেয়াজের পর এবার চুরির তালিকায় যুক্ত হয়েছে কৃষকের ভুট্টা। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে জমি থেকে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফজলুর রহমানের ক্ষেত থেকে এই ভুট্টা কেটে নিয়ে গেছে চোরেরা।

কৃষক ফজলুর রহমান জানান, পান্তাপাড়া গ্রামে আড়াই বিঘা জমি লিজ নিয়ে তিনি ভুট্টা চাষ করেন। গত সোমবার রাতে কে বা কারা তার আড়াই বিঘা জমির মধ্যে দুই বিঘা জমির ভুট্টা কেটে নিয়ে যায়। শুধু ভুট্টা চুরি করেই দুর্বৃত্তরা ক্ষান্ত হয়নি, চুরির পর অবশিষ্ট জমিতে থাকা ভুট্টা নষ্ট করে দিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে জমিতে ভুট্টা কাটতে এসে তিনি এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন। তার খেত থেকে প্রায় লক্ষাধিক টাকার ভুট্টা চুরি ও নষ্ট হয়েছে বলে তিনি দাবী করেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ভুট্টা চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে দুই বিঘা জমির ভুট্টা চুরির পর তছরুপ!

আপলোড টাইম : ১০:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে গোয়ালের গরু, ক্ষেতের রসুন ও পেয়াজের পর এবার চুরির তালিকায় যুক্ত হয়েছে কৃষকের ভুট্টা। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে জমি থেকে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফজলুর রহমানের ক্ষেত থেকে এই ভুট্টা কেটে নিয়ে গেছে চোরেরা।

কৃষক ফজলুর রহমান জানান, পান্তাপাড়া গ্রামে আড়াই বিঘা জমি লিজ নিয়ে তিনি ভুট্টা চাষ করেন। গত সোমবার রাতে কে বা কারা তার আড়াই বিঘা জমির মধ্যে দুই বিঘা জমির ভুট্টা কেটে নিয়ে যায়। শুধু ভুট্টা চুরি করেই দুর্বৃত্তরা ক্ষান্ত হয়নি, চুরির পর অবশিষ্ট জমিতে থাকা ভুট্টা নষ্ট করে দিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে জমিতে ভুট্টা কাটতে এসে তিনি এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন। তার খেত থেকে প্রায় লক্ষাধিক টাকার ভুট্টা চুরি ও নষ্ট হয়েছে বলে তিনি দাবী করেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ভুট্টা চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’