ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের সভাপতি লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওলিয়ার রহমান খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে ঝিনাইদহের বিভিন্ন সড়কে যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বৃদ্ধ, শিশু ও নারী যাত্রীদের গরমে হাঁসফাঁস করতে দেখা যায়। গতকাল মঙ্গলবার দুপুর থেকে এ অবরোধ শুরু হয়। বেলা তিনটার দিকে পুলিশ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের জমতলা গ্যারেজ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন  জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সহসভাপতি মহাব্বত হোসেন। এসময় প্রতিপক্ষ একটি গ্রুপ মহাব্বতকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সভাপতি বাধা দিলে তাঁকে লাঞ্ছিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ওলিয়ার সমর্থিত শ্রমিকরা শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ ও বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপরে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ অবরোধে বাসযাত্রীরা চরম হয়রানির শিকার হয়। দুপুরে পুলিশ, রাজনৈতিক নেতা ও শ্রমিকদের সমন্বয়ে জরুরি সভায় সমঝোতা হলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

সমঝোতা সভায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, হাইওয়ে থানার ওসি বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, ওলিয়ার রহমান সমর্থিত শ্রমিকরা অভিযোগ করেন, এই হামলার সময় মাছ সাইদ, রাজন ও মিলণসহ অজ্ঞাত ৭-৮ জন অংশগ্রহণ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের সভাপতি লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ

আপলোড টাইম : ০৯:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওলিয়ার রহমান খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে ঝিনাইদহের বিভিন্ন সড়কে যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বৃদ্ধ, শিশু ও নারী যাত্রীদের গরমে হাঁসফাঁস করতে দেখা যায়। গতকাল মঙ্গলবার দুপুর থেকে এ অবরোধ শুরু হয়। বেলা তিনটার দিকে পুলিশ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের জমতলা গ্যারেজ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন  জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সহসভাপতি মহাব্বত হোসেন। এসময় প্রতিপক্ষ একটি গ্রুপ মহাব্বতকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সভাপতি বাধা দিলে তাঁকে লাঞ্ছিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ওলিয়ার সমর্থিত শ্রমিকরা শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ ও বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপরে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ অবরোধে বাসযাত্রীরা চরম হয়রানির শিকার হয়। দুপুরে পুলিশ, রাজনৈতিক নেতা ও শ্রমিকদের সমন্বয়ে জরুরি সভায় সমঝোতা হলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

সমঝোতা সভায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, হাইওয়ে থানার ওসি বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, ওলিয়ার রহমান সমর্থিত শ্রমিকরা অভিযোগ করেন, এই হামলার সময় মাছ সাইদ, রাজন ও মিলণসহ অজ্ঞাত ৭-৮ জন অংশগ্রহণ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।