ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে এক শিক্ষকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আগামীকাল ৩১শে মার্চ রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ঘুরছেন ছাত্র-ছাত্রীর বাড়ি, করছেন ভোট প্রার্থনা। তবে অভিযোগ উঠেছে রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন তাঁর নিজের প্যানেলকে জয়যুক্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে নিজের প্যানেলের লোকের ভোট দেওয়ার কথা বলে আসছে এবং এক দিস্তা করে খাতা দিচ্ছেন। আর খাতা খুললেই পাওয়া যাচ্ছে ৫ শ কিংবা ১ হাজার টাকার নোট।

হিংগারপাড়া গ্রামের মোছা. জিমের অভিভাক জানান, উজ্জ্বল মাস্টার বাড়িতে এসে খাতা দিয়ে গেছে এবং ৫ শ টাকা দিয়ে গেছে এবং কাগজে নিজের প্যানেলের ভোট প্রদানের কথা বলে গেছে। রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, ‘সহকারী শিক্ষক উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি তাঁকে সতর্ক করার সত্ত্বেও নিষেধ অমান্য করে ভোট চাচ্ছে।’

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ জানান, ‘আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি বারবার অবহিত করেছি। এ সত্বেও শিক্ষক হয়ে ভোট চাওয়াসহ ছাত্র-ছাত্রীদের বাসায় নগদ টাকা ও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, যেটা আইনি লঙ্ঘন। আমি এর একটা বিহিত চাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

আপলোড টাইম : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে এক শিক্ষকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আগামীকাল ৩১শে মার্চ রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ঘুরছেন ছাত্র-ছাত্রীর বাড়ি, করছেন ভোট প্রার্থনা। তবে অভিযোগ উঠেছে রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন তাঁর নিজের প্যানেলকে জয়যুক্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে নিজের প্যানেলের লোকের ভোট দেওয়ার কথা বলে আসছে এবং এক দিস্তা করে খাতা দিচ্ছেন। আর খাতা খুললেই পাওয়া যাচ্ছে ৫ শ কিংবা ১ হাজার টাকার নোট।

হিংগারপাড়া গ্রামের মোছা. জিমের অভিভাক জানান, উজ্জ্বল মাস্টার বাড়িতে এসে খাতা দিয়ে গেছে এবং ৫ শ টাকা দিয়ে গেছে এবং কাগজে নিজের প্যানেলের ভোট প্রদানের কথা বলে গেছে। রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, ‘সহকারী শিক্ষক উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি তাঁকে সতর্ক করার সত্ত্বেও নিষেধ অমান্য করে ভোট চাচ্ছে।’

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ জানান, ‘আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি বারবার অবহিত করেছি। এ সত্বেও শিক্ষক হয়ে ভোট চাওয়াসহ ছাত্র-ছাত্রীদের বাসায় নগদ টাকা ও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, যেটা আইনি লঙ্ঘন। আমি এর একটা বিহিত চাই।’