ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের ১ লাখ ২০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহের এক লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহেও এ কর্মসূচী  আজ রোববার থেকে শুরু হচ্ছে। কিন্তু কারা পাচ্ছে এই পণ্য তা নিয়ে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমুল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন। ১১০টাকা লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগে যারা ২৫’শ টাকার সরকারী প্রণোদনা পেয়েছেন তারা ছাড়াও নিম্ন আয়ের মানুষ এই তালিকায় রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, যাচাই বাছাই না করেই পৌরসভার কাউন্সিলররা পুরানো তালিকা দিয়েছেন। করোনায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার এই তালিকায় আছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপকারভোগীর তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে উন্মুক্ত করার দাবী জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের ১ লাখ ২০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য

আপলোড টাইম : ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

ঝিনাইদহ অফিস:

আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহের এক লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহেও এ কর্মসূচী  আজ রোববার থেকে শুরু হচ্ছে। কিন্তু কারা পাচ্ছে এই পণ্য তা নিয়ে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমুল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন। ১১০টাকা লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগে যারা ২৫’শ টাকার সরকারী প্রণোদনা পেয়েছেন তারা ছাড়াও নিম্ন আয়ের মানুষ এই তালিকায় রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, যাচাই বাছাই না করেই পৌরসভার কাউন্সিলররা পুরানো তালিকা দিয়েছেন। করোনায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার এই তালিকায় আছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপকারভোগীর তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে উন্মুক্ত করার দাবী জানানো হয়।