ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পীর হযরত দাদা হুজুর কেবলার ৮৪তম ওফাত দিবস আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান, কুতবুল আলম ও আমেরুশরিয়ত হযরত মাওলানা শাহ সুফি পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কোরাইশী (রহঃ)-এর আজ ৮৪তম ওফাত দিবস। ১৯৩৯ সালের ১৭ মার্চ বাংলা ১৩৪৫ ৩রা চৈত্র দাদা হুজুর কেবলা নামে খ্যাত পীর হযরত আবু বকর সিদ্দিকী দারুল ফানাহ হতে দারুল বাকা’য় পর্দা নিয়ে চলে যান। দাদা হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষে এপার বাংলা ওপার বাংলায় জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি পালনে জমিয়তে জাকেরীন ঝিনাইদহ, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল শেষে সওয়াব রেসানী করা হবে।

দাদা হুজুর কেবলা ১২৬৩ হিজরি মোতাবেক ইংরেজি ১৮৪৫, বাংলা ১২৬৫ সালে পশ্চিম বাংলার হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার অধীন ফুরফুরা শরীফে জন্ম গ্রহণ করেন। তাঁর ওয়ালেদ সাহেব কেবলা হাজী আব্দুল মুক্তাদির (রহঃ) শিশু পুত্রের নাম রাখলেন আবুবকর। ইনি রাসুল পাক (সা.)-এঁর প্রথম খলিফা আমিরুল মুমেনিন হযরত আবুবকর সিদ্দিক (রা.)-এঁর বংশধর। ফলে দাদা হুজুর পীর কেবলা ‘সিদ্দিকী’ উপাধীতে ভূষিত হয়ে থাকেন। দাদা হুজুর পীর সাহেব কেবলার বয়স যখন মাত্র ৯ মাস তখন তাঁর ওয়ালেদ সাহেব হাজী আব্দুল মুক্তাদীর (রহ.) ইন্তেকাল করেন। আম্মাজান মোসাম্মাৎ মহাব্বতুন নিসার তত্ত্বাবধানে তিনি লালিত-পালিত হতে থাকেন। দাদা হুজুর পীর কেবলা ইসলামের প্রথম খলিফা হযরত আবুবকর সিদ্দিক (রা.)-এঁর বংশধর হয়ে তিনি বা তাঁর বংশধরা সুদুর আরব ভূমি থেকে ফুরফুরা শরীফে আসেন। ওফাত দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহ.) পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাাহ সিদ্দিকী (রহ.)-এর একমাত্র সাহেবজাদা পীরজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) দাদা পীরের মত ও পথের উপর দৃঢ় থাকার জন্য তাঁর ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পীর হযরত দাদা হুজুর কেবলার ৮৪তম ওফাত দিবস আজ

আপলোড টাইম : ১২:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

ঝিনাইদহ অফিস:

উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান, কুতবুল আলম ও আমেরুশরিয়ত হযরত মাওলানা শাহ সুফি পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কোরাইশী (রহঃ)-এর আজ ৮৪তম ওফাত দিবস। ১৯৩৯ সালের ১৭ মার্চ বাংলা ১৩৪৫ ৩রা চৈত্র দাদা হুজুর কেবলা নামে খ্যাত পীর হযরত আবু বকর সিদ্দিকী দারুল ফানাহ হতে দারুল বাকা’য় পর্দা নিয়ে চলে যান। দাদা হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষে এপার বাংলা ওপার বাংলায় জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি পালনে জমিয়তে জাকেরীন ঝিনাইদহ, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল শেষে সওয়াব রেসানী করা হবে।

দাদা হুজুর কেবলা ১২৬৩ হিজরি মোতাবেক ইংরেজি ১৮৪৫, বাংলা ১২৬৫ সালে পশ্চিম বাংলার হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার অধীন ফুরফুরা শরীফে জন্ম গ্রহণ করেন। তাঁর ওয়ালেদ সাহেব কেবলা হাজী আব্দুল মুক্তাদির (রহঃ) শিশু পুত্রের নাম রাখলেন আবুবকর। ইনি রাসুল পাক (সা.)-এঁর প্রথম খলিফা আমিরুল মুমেনিন হযরত আবুবকর সিদ্দিক (রা.)-এঁর বংশধর। ফলে দাদা হুজুর পীর কেবলা ‘সিদ্দিকী’ উপাধীতে ভূষিত হয়ে থাকেন। দাদা হুজুর পীর সাহেব কেবলার বয়স যখন মাত্র ৯ মাস তখন তাঁর ওয়ালেদ সাহেব হাজী আব্দুল মুক্তাদীর (রহ.) ইন্তেকাল করেন। আম্মাজান মোসাম্মাৎ মহাব্বতুন নিসার তত্ত্বাবধানে তিনি লালিত-পালিত হতে থাকেন। দাদা হুজুর পীর কেবলা ইসলামের প্রথম খলিফা হযরত আবুবকর সিদ্দিক (রা.)-এঁর বংশধর হয়ে তিনি বা তাঁর বংশধরা সুদুর আরব ভূমি থেকে ফুরফুরা শরীফে আসেন। ওফাত দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহ.) পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাাহ সিদ্দিকী (রহ.)-এর একমাত্র সাহেবজাদা পীরজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) দাদা পীরের মত ও পথের উপর দৃঢ় থাকার জন্য তাঁর ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহ্বান জানিয়েছেন।