ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এক টিকিটে দুই সিনেমা দেখে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আনন্দবাস বাজার এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।

এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র চলবে না। কোনো রকম হাইব্রিডকে দলে প্রবেশ করিয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। ১ টিকিটে ৯টি সিনেমা দেখার মতো এক জায়গায় বসে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে যারা হিরো সাজছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওসব সিনেমা দেখা বাদ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসে জনগণের সামনে, জনগণের সমর্থনে ওয়ার্ড কমিটি গঠন করেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের দলে আনেন। দুর্দিনে যেসব নেতারা দলের জন্য লাঞ্ছিত হয়েছেন, তাদের সমর্থনে আওয়ামী লীগ গঠন করতে হবে। আওয়ামী লীগ ১ টিকিটে দুই সিনেমা দেখে না।’

ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক নান্নু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিপন আলী, ওমর ফারুক, সানোয়ার হোসেন দানা, সাবেক ইউপি সদস্য শংকর বিশ্বাস, মিস্টার দিলীপ মল্লিক ও কাজী কোমর উদ্দিন সেলিম।

প্রথম অধিবেশন শেষে বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর হালসোনা ও সাধারণ সম্পাদক রাহাতুল্লাহ। ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে বাবু হাসা ও ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আওয়ামী লীগ এক টিকিটে দুই সিনেমা দেখে না

আপলোড টাইম : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

প্রতিবেদক, মুজিবনগর:

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আনন্দবাস বাজার এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।

এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র চলবে না। কোনো রকম হাইব্রিডকে দলে প্রবেশ করিয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। ১ টিকিটে ৯টি সিনেমা দেখার মতো এক জায়গায় বসে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে যারা হিরো সাজছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওসব সিনেমা দেখা বাদ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসে জনগণের সামনে, জনগণের সমর্থনে ওয়ার্ড কমিটি গঠন করেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের দলে আনেন। দুর্দিনে যেসব নেতারা দলের জন্য লাঞ্ছিত হয়েছেন, তাদের সমর্থনে আওয়ামী লীগ গঠন করতে হবে। আওয়ামী লীগ ১ টিকিটে দুই সিনেমা দেখে না।’

ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক নান্নু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিপন আলী, ওমর ফারুক, সানোয়ার হোসেন দানা, সাবেক ইউপি সদস্য শংকর বিশ্বাস, মিস্টার দিলীপ মল্লিক ও কাজী কোমর উদ্দিন সেলিম।

প্রথম অধিবেশন শেষে বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর হালসোনা ও সাধারণ সম্পাদক রাহাতুল্লাহ। ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে বাবু হাসা ও ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।