ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা ভাংচুর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

চাল, ডাল, তৈলসহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকালে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে। এসময় শতাধিক চেয়ার টেবিল, সভা মঞ্চ ও সাধারণ মানুষের একটি ট্রাক্টর ভেঙ্গে দেয়া হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, আওয়ামী লীগের ইকু শিকদার ও মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে বিএনপির প্রতিবাদ সভায় অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেনসহ ১০/১২ জন আহত হন। হামলার সময় শৈলকুপার কবিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ করে দেয়।

শৈলকুপা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। ১৪ বছর আওয়ামী লীগের স্বৈরতন্ত্র বিএনপিকে ঠেকাতে পারেনি, এখনো পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের নিশ্চিত পতন বুঝতে পেরে এই হামলা চালিয়েছে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ নিয়ে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা। আওয়ামী লীগ ও যুবলীগের কোনো কর্মী এর সাথে জড়িত না। তারা চাই শৈলকুপায় যেন কোনো নৈরাজ্য না হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শৈলকুপার কবিরপুরে শনিবার সকাল ১০টার দিকে বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুর ও বিএনপির সভা পন্ড হয় বলে তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা ভাংচুর

আপলোড টাইম : ০৭:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

ঝিনাইদহ অফিস:

চাল, ডাল, তৈলসহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকালে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে। এসময় শতাধিক চেয়ার টেবিল, সভা মঞ্চ ও সাধারণ মানুষের একটি ট্রাক্টর ভেঙ্গে দেয়া হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, আওয়ামী লীগের ইকু শিকদার ও মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে বিএনপির প্রতিবাদ সভায় অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেনসহ ১০/১২ জন আহত হন। হামলার সময় শৈলকুপার কবিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ করে দেয়।

শৈলকুপা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, হামলা করে বিএনপির অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। ১৪ বছর আওয়ামী লীগের স্বৈরতন্ত্র বিএনপিকে ঠেকাতে পারেনি, এখনো পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের নিশ্চিত পতন বুঝতে পেরে এই হামলা চালিয়েছে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ নিয়ে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা। আওয়ামী লীগ ও যুবলীগের কোনো কর্মী এর সাথে জড়িত না। তারা চাই শৈলকুপায় যেন কোনো নৈরাজ্য না হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শৈলকুপার কবিরপুরে শনিবার সকাল ১০টার দিকে বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুর ও বিএনপির সভা পন্ড হয় বলে তিনি জানান।