ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষে হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৮ বছর বয়স হলে নিজ দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া এখন গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে ভোটার হওয়া এবং ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এছাড়াও এখন প্রায় প্রতিটি দাপ্তরিক কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে। নির্বাচন কমিশন এখন বিশ্বমানের স্মার্টকার্ড দিচ্ছে, যা দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসছে। খেয়াল রাখতে হবে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা, তাই যেন বাইরের কেউ ভোটার তালিকায় নাম লিখিয়ে না ফেলে।’

সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ভোটার সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৫ জন নতুন ভোটারের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নাজির হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহাসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ স্লোগানে গতকাল বুধবার বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম। সভায় স্বাগত বক্তব দেন উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউআরসি ইন্সটেক্টর জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, বিআরডিবির অফিসার শায়লা সারমিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, হারদী মীর সামছুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হিরোন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শরাফাত হোসাইন রাসেল, সহকারী শিক্ষক মানোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা নির্বাচন অফিসার ইছহাক, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবিরসহ উপজেলা সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।

জীবননগর:

জীবননগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবির প্রমুখ।

মেহেরপুর:

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা নির্বাচন অফিসার কবীর হোসেন প্রমুখ।

ঝিনাইদহ:

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এছাড়াও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা, দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত ও ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভোটার হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালন

আপলোড টাইম : ০৮:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

সমীকরণ প্রতিবেদন:

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষে হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৮ বছর বয়স হলে নিজ দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া এখন গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে ভোটার হওয়া এবং ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এছাড়াও এখন প্রায় প্রতিটি দাপ্তরিক কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে। নির্বাচন কমিশন এখন বিশ্বমানের স্মার্টকার্ড দিচ্ছে, যা দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসছে। খেয়াল রাখতে হবে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা, তাই যেন বাইরের কেউ ভোটার তালিকায় নাম লিখিয়ে না ফেলে।’

সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ভোটার সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৫ জন নতুন ভোটারের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নাজির হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহাসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ স্লোগানে গতকাল বুধবার বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম। সভায় স্বাগত বক্তব দেন উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউআরসি ইন্সটেক্টর জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, বিআরডিবির অফিসার শায়লা সারমিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, হারদী মীর সামছুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হিরোন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শরাফাত হোসাইন রাসেল, সহকারী শিক্ষক মানোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা নির্বাচন অফিসার ইছহাক, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবিরসহ উপজেলা সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।

জীবননগর:

জীবননগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবির প্রমুখ।

মেহেরপুর:

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা নির্বাচন অফিসার কবীর হোসেন প্রমুখ।

ঝিনাইদহ:

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এছাড়াও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও সদর উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা, দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত ও ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ভোটার হওয়ার আহ্বান জানান।