ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না শিলনের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় শিলন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে পৌর শহরের পশ্চিম মালসাদহ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিলন হোসেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুলের ছেলে এবং স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

শিলন হোসেনের বন্ধু সাঈদ জানায়, গাংনী পৌরসভা থেকে করোনা টিকা নিয়ে আটোবাইকযোগে বাড়ি ফেরার পথে শারীরিক অসুস্থতা বোধ করে শিলন। অসুস্থতার কারণে অটোবাইকের বাইরে মাথা বের করলে অপরদিক থেকে আসা একটি অটোবাইকের সাথে মাথায় ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অটোবাইকযোগে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা নিতে গাংনী পৌরসভায় আসে। টিকা নেওয়ার পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকরা জানায়, শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার শুরু থেকেই প্রতিদিন ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে অবৈধ যানবাহনে করে গাংনী পৌরসভার টিকা কেন্দ্রে আনা-নেওয়া করা হয়। এতে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিলন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না শিলনের

আপলোড টাইম : ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় শিলন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে পৌর শহরের পশ্চিম মালসাদহ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিলন হোসেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুলের ছেলে এবং স্থানীয় এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

শিলন হোসেনের বন্ধু সাঈদ জানায়, গাংনী পৌরসভা থেকে করোনা টিকা নিয়ে আটোবাইকযোগে বাড়ি ফেরার পথে শারীরিক অসুস্থতা বোধ করে শিলন। অসুস্থতার কারণে অটোবাইকের বাইরে মাথা বের করলে অপরদিক থেকে আসা একটি অটোবাইকের সাথে মাথায় ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অটোবাইকযোগে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা নিতে গাংনী পৌরসভায় আসে। টিকা নেওয়ার পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকরা জানায়, শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার শুরু থেকেই প্রতিদিন ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে অবৈধ যানবাহনে করে গাংনী পৌরসভার টিকা কেন্দ্রে আনা-নেওয়া করা হয়। এতে তাদের জীবন ঝুঁকিতে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিলন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।