ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভালকী গ্রামে পারুলা খাতুন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

জানা যায়, গত শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি ঘুমাতে যান। আনুমানিক রাত ১১ টার দিকে তার সন্তান বাজার থেকে ফিরে এসে তার মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে তার চিৎকারের আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল এসে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

গৃহবধূ পারুলা খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভালকী গ্রামে পারুলা খাতুন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

জানা যায়, গত শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি ঘুমাতে যান। আনুমানিক রাত ১১ টার দিকে তার সন্তান বাজার থেকে ফিরে এসে তার মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে তার চিৎকারের আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল এসে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

গৃহবধূ পারুলা খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।