ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক কারাগারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আলাউদ্দিন ওরফে আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। আলাউদ্দিন বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

জানা গেছে, মুজিবনগরের ভবানীপুর গ্রামের ফেন্সি খাতুন নামের এক মহিলার দায়ের করা মামলায় মুজিবনগর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। পরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান আলাউদ্দীন ওরফে আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফেন্সি খাতুন গ্যাস্টিক, ব্যাথা ও ডায়াবেটিসের জন্য ওষুধ আনতে আলাউদ্দিনের বাড়িতে যায়। ঐসময় আলাউদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ফেন্সি খাতুন বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প পুলিশের কাছে এই বিষয়টি অবহিত করে। পরে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৯। পরে পুলিশ আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে। গতকাল মহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান আলাউদ্দীন ওরফে আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক কারাগারে

আপলোড টাইম : ০৪:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আলাউদ্দিন ওরফে আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। আলাউদ্দিন বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

জানা গেছে, মুজিবনগরের ভবানীপুর গ্রামের ফেন্সি খাতুন নামের এক মহিলার দায়ের করা মামলায় মুজিবনগর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। পরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান আলাউদ্দীন ওরফে আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফেন্সি খাতুন গ্যাস্টিক, ব্যাথা ও ডায়াবেটিসের জন্য ওষুধ আনতে আলাউদ্দিনের বাড়িতে যায়। ঐসময় আলাউদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ফেন্সি খাতুন বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প পুলিশের কাছে এই বিষয়টি অবহিত করে। পরে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৯। পরে পুলিশ আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে। গতকাল মহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসান আলাউদ্দীন ওরফে আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।