ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাদেক আলী (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ২৪ বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের গাফ্ফার আলী গ্রুপ ও একই গ্রামের মতিয়ার রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার সকালে হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মাঠে দু’পক্ষ জমি দখল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল গাফ্ফার পক্ষের কৃষক সাদেক আলী নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাদেক আলী নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তামাকের খেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পালাতক রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এলাকায় সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। ইতঃমধ্যে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে কৃষককে কুপিয়ে হত্যা

আপলোড টাইম : ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাদেক আলী (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ২৪ বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের গাফ্ফার আলী গ্রুপ ও একই গ্রামের মতিয়ার রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার সকালে হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মাঠে দু’পক্ষ জমি দখল করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল গাফ্ফার পক্ষের কৃষক সাদেক আলী নিহত ও উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাদেক আলী নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তামাকের খেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পালাতক রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এলাকায় সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। ইতঃমধ্যে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।