ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্পট : গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর; ‘রাত নামলেই যেখানে চলে মাদকের আড্ডা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

আল-আমীন, গাংনী:

মাদকসেবীদের কাছে এখন নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠে দাঁড়িয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর। সরেজমিন ঘুরে দেখা যায় হাসপাতাল চত্বর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেন্সিডিলের শত-শত পরিত্যক্ত খালি বোতল।

স্থানীয়রা জানান, রাতের আধারে ভুতুড়ে পরিবেশে মাদক সেবীরা প্রতিনিয়ত এসে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করছে। হাসপাতালের চত্বরের মধ্যে ফুলবাগান, পরিত্যক্ত বিল্ডিংসহ বিভিন্ন ফাঁকা স্থানে মাদকসেবীরা প্রতিনিয়তই মাদক সেবন করে ফেনসিডিলের খালি বোতলসহ বিভিন্ন মাদক সেবনের উপকরণ ফেলে যাচ্ছে। এসব দেখেও দেখেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, হাসপাতালে মধ্যেই মাদক সেবন করে জানালা দিয়ে ফেলে দেয়া হচ্ছে ফেন্সিডিলের বোতল।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, ‘হাসপাতালে নাইটগার্ড না থাকার কারণে রাতের আধারে বহিরাগতরা এসে হাসপাতাল চত্বরে মাদক সেবন করছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওঢা হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে মোবাইল টিম পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। মাদকসেবীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। গাংনী থানার ওসির সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্পট : গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর; ‘রাত নামলেই যেখানে চলে মাদকের আড্ডা’

আপলোড টাইম : ০৬:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

আল-আমীন, গাংনী:

মাদকসেবীদের কাছে এখন নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠে দাঁড়িয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর। সরেজমিন ঘুরে দেখা যায় হাসপাতাল চত্বর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেন্সিডিলের শত-শত পরিত্যক্ত খালি বোতল।

স্থানীয়রা জানান, রাতের আধারে ভুতুড়ে পরিবেশে মাদক সেবীরা প্রতিনিয়ত এসে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করছে। হাসপাতালের চত্বরের মধ্যে ফুলবাগান, পরিত্যক্ত বিল্ডিংসহ বিভিন্ন ফাঁকা স্থানে মাদকসেবীরা প্রতিনিয়তই মাদক সেবন করে ফেনসিডিলের খালি বোতলসহ বিভিন্ন মাদক সেবনের উপকরণ ফেলে যাচ্ছে। এসব দেখেও দেখেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, হাসপাতালে মধ্যেই মাদক সেবন করে জানালা দিয়ে ফেলে দেয়া হচ্ছে ফেন্সিডিলের বোতল।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, ‘হাসপাতালে নাইটগার্ড না থাকার কারণে রাতের আধারে বহিরাগতরা এসে হাসপাতাল চত্বরে মাদক সেবন করছে। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওঢা হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে মোবাইল টিম পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। মাদকসেবীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। গাংনী থানার ওসির সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’