ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে দুই সপ্তাহে পাঁচবার পান বরজে আগুন!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে পানের বরজে একের পর আগুন পান চাষিদের ভাবিয়ে তুলেছে। গ্রামটিতে দুই সপ্তাহর ব্যবধানে ৫ বার আগুন লেগেছে। পুড়ে গেছে ২৫ বিঘা জমির পান। ঘন ঘন আগুন লাগায় এ নিয়ে পান চাষিদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি আগুন লেগে জালালপুর গ্রামের সুধির দাসের ছেলে গৌতম দাসের ২৫ কাটা ও নরোত্তম দাসের ১০ কাঠা, মৃত নলিনী কান্ত দাসের ছেলে সিন্ধু দাসের ৭ কাঠা, অরবিন্দু দাসের ৭কাঠা, বিশ্বজিত দাসের ১৫ কাঠা, শ্যামাপদ দাসের ছেলে পলাশ দাসের ১১০ কাঠা, ফকির চাঁদ মন্ডলের ছেলে শাহাজান আলীর ১০ কাঠা, রমজান আলীর ছেলে টিক্কা খানের ১০ কাঠা, মৃত আখের মন্ডলের ছেলে চিনিরুদ্দিনের ৫ কাঠা, আরশেদ আলীর ছেলে চাঁদ আলীর ৫ কাঠা, চাঁদ আলীর ছেলে আখতারের ১০ কাঠা, সলেমান মন্ডলের ছেলে আমির হোসেনের ১২ কাঠা, আনিছুর রহমানের ১২ কাঠা, মিজানুর রহমানের ১৮ কাঠা ও অবনি দাসের ছেলে নিশিত দাসে ১০ কাঠা জমির পান ক্ষেত ভষ্মিভূত হয়।

এই বিষয়ে কুশনা ইউপির চেয়ারম্যান শাহারুজ্জামান বলেন, দুই সপ্তাহের মধ্যে ৫টি আগুনের ঘটনা আসলেই রহস্যজনক। তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়েছে কিনা। কুশনা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের মেম্বার জীবন কুমার হালদার জানান, একই মাঠে কেন একের পর আগুন লাগছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, আমরাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কৃষকরা সন্দেহাভাজন কারও নামে অভিযোগও করতে চায় না। অভিযোগ করলে তদন্তে সুবিধা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে দুই সপ্তাহে পাঁচবার পান বরজে আগুন!

আপলোড টাইম : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে পানের বরজে একের পর আগুন পান চাষিদের ভাবিয়ে তুলেছে। গ্রামটিতে দুই সপ্তাহর ব্যবধানে ৫ বার আগুন লেগেছে। পুড়ে গেছে ২৫ বিঘা জমির পান। ঘন ঘন আগুন লাগায় এ নিয়ে পান চাষিদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি আগুন লেগে জালালপুর গ্রামের সুধির দাসের ছেলে গৌতম দাসের ২৫ কাটা ও নরোত্তম দাসের ১০ কাঠা, মৃত নলিনী কান্ত দাসের ছেলে সিন্ধু দাসের ৭ কাঠা, অরবিন্দু দাসের ৭কাঠা, বিশ্বজিত দাসের ১৫ কাঠা, শ্যামাপদ দাসের ছেলে পলাশ দাসের ১১০ কাঠা, ফকির চাঁদ মন্ডলের ছেলে শাহাজান আলীর ১০ কাঠা, রমজান আলীর ছেলে টিক্কা খানের ১০ কাঠা, মৃত আখের মন্ডলের ছেলে চিনিরুদ্দিনের ৫ কাঠা, আরশেদ আলীর ছেলে চাঁদ আলীর ৫ কাঠা, চাঁদ আলীর ছেলে আখতারের ১০ কাঠা, সলেমান মন্ডলের ছেলে আমির হোসেনের ১২ কাঠা, আনিছুর রহমানের ১২ কাঠা, মিজানুর রহমানের ১৮ কাঠা ও অবনি দাসের ছেলে নিশিত দাসে ১০ কাঠা জমির পান ক্ষেত ভষ্মিভূত হয়।

এই বিষয়ে কুশনা ইউপির চেয়ারম্যান শাহারুজ্জামান বলেন, দুই সপ্তাহের মধ্যে ৫টি আগুনের ঘটনা আসলেই রহস্যজনক। তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়েছে কিনা। কুশনা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের মেম্বার জীবন কুমার হালদার জানান, একই মাঠে কেন একের পর আগুন লাগছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, আমরাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কৃষকরা সন্দেহাভাজন কারও নামে অভিযোগও করতে চায় না। অভিযোগ করলে তদন্তে সুবিধা হয়।