ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে মেহেরপুর জেলা দল সেমিফাইনালে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ তাদের জয়ের ধারা অব্যাহত রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি সেমিফাইনালে কুষ্টিয়া জেলা একাদশের সাথে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নিজেদের ৩য় ও গ্রুপ পর্বের শেষ খেলায় মেহেরপুর জেলা একাদশ ১৯০ রানের বিশাল ব্যবধানে ভোলা জেলা একাদশকে পরাজিত করে। আগের ২টি ম্যাচে বড় ব্যবধানে জয়ী হওয়ায় রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে খেলার নিশ্চিত করে দলটি। শেষ ম্যাচে পরাজিত হলেও সেমিতে ওঠার ক্ষেত্রে কোনো সংশয় ছিল না দলটির।

জয়ের লক্ষ্য নিয়েই টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা একাদশ হাসিবুলের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৪৮ ওভার ১ বলে ২৫২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাসিবুল ১০৭ রান করে দলকে বড় রানের সংগ্রহ এনে দেন। ভোলা জেলার পক্ষের রাহিত ও শাহিন ২ টি করে উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশের জিহান ৩টি, সাব্বির, সিয়াম ও সোহানুর ২টি করে উইকেট লাভ করে। সাব্বির, সিয়াম ও সোহানুরের মারাত্মক বোলিংয়ের মুখে ভোলা একাদশ ২৬ ওভার ১ বলে মাত্র ৬২ রান করে সবাই আউট হয়ে যায়। ভোলার ৫ জন ব্যাটসম্যান কোন রান-ই করতে পারেননি। ভোলার পক্ষে আবির হোসেন সর্বোচ্চ ১২ এবং শাহী কেবল দুই অঙ্কের কোটা ১১ রান সংগ্রহ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে মেহেরপুর জেলা দল সেমিফাইনালে

আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ তাদের জয়ের ধারা অব্যাহত রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি সেমিফাইনালে কুষ্টিয়া জেলা একাদশের সাথে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নিজেদের ৩য় ও গ্রুপ পর্বের শেষ খেলায় মেহেরপুর জেলা একাদশ ১৯০ রানের বিশাল ব্যবধানে ভোলা জেলা একাদশকে পরাজিত করে। আগের ২টি ম্যাচে বড় ব্যবধানে জয়ী হওয়ায় রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে খেলার নিশ্চিত করে দলটি। শেষ ম্যাচে পরাজিত হলেও সেমিতে ওঠার ক্ষেত্রে কোনো সংশয় ছিল না দলটির।

জয়ের লক্ষ্য নিয়েই টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা একাদশ হাসিবুলের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৪৮ ওভার ১ বলে ২৫২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাসিবুল ১০৭ রান করে দলকে বড় রানের সংগ্রহ এনে দেন। ভোলা জেলার পক্ষের রাহিত ও শাহিন ২ টি করে উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশের জিহান ৩টি, সাব্বির, সিয়াম ও সোহানুর ২টি করে উইকেট লাভ করে। সাব্বির, সিয়াম ও সোহানুরের মারাত্মক বোলিংয়ের মুখে ভোলা একাদশ ২৬ ওভার ১ বলে মাত্র ৬২ রান করে সবাই আউট হয়ে যায়। ভোলার ৫ জন ব্যাটসম্যান কোন রান-ই করতে পারেননি। ভোলার পক্ষে আবির হোসেন সর্বোচ্চ ১২ এবং শাহী কেবল দুই অঙ্কের কোটা ১১ রান সংগ্রহ করেন।