ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার তিন যুবক। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সম্মেলনকক্ষে ভুক্তভোগী ও প্রতারণার শিকার ওই তিন যুবক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চাকরির জন্য দেওয়া ২৪ লাখ টাকা ফেরৎ পাওয়া, অভিযুক্ত প্রতারক রানা এবং টিটুকে গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবি করেন ভুক্তভোগী তিন যুবক জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়া গ্রামের মামুন হাসান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের জমির আলীর ছেলে আরিফুল ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মামুন হাসান বলেন, ‘চাকরির প্রলোভন দেখিয়ে আমাদেরকে সর্বশান্ত করে পথের ফকির বানিয়েছে যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইবনে ফয়সাল রানা (৪০), একই উপজেলার কাজোড়া গ্রামের মজিদ মাষ্টারের ছেলে নাজমুল হক টিটু (৪১)। তারা সেনা বাহিনীর স্টেশন হেড কোয়ার্টার সিভিল ‘মেস ওয়েটার’ এবং মালী পদে ভূয়া নিয়োগপত্র দেখিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। আমাদের এসএসসি পাশের মূল সনদ জমা নিয়েও তা ফেরৎ  দেয়নি, এমনকি বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা অসহায়, বিচারের আশায় পথে পথে ঘুরছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আর কোনো বেকার যুবক যেন প্রতারণার শিকার না হয়, আমারা যেন টাকা ফেরৎ পাই সেই ব্যবস্থা তিনি করবেন।’

এ বিষয়ে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটিতে আরিফুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কোটচাঁদপুর, ঝিনাইদহ এর নং কোর্ট পিটিশন-০৫/২০২২। অন্যটি- মামুন হাসান বাদী হয়ে মো. সাইদুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালত, জীবননগর চুয়াডাঙ্গা-নং-২৪/২২,তারিখ-১৮/০১/২০২২ ইং।

এ বিষয়ে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে একটি লিখিত অভিযোগও দেয়া আছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মামুন হাসান। এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৯:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার তিন যুবক। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সম্মেলনকক্ষে ভুক্তভোগী ও প্রতারণার শিকার ওই তিন যুবক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চাকরির জন্য দেওয়া ২৪ লাখ টাকা ফেরৎ পাওয়া, অভিযুক্ত প্রতারক রানা এবং টিটুকে গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবি করেন ভুক্তভোগী তিন যুবক জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়া গ্রামের মামুন হাসান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের জমির আলীর ছেলে আরিফুল ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মামুন হাসান বলেন, ‘চাকরির প্রলোভন দেখিয়ে আমাদেরকে সর্বশান্ত করে পথের ফকির বানিয়েছে যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইবনে ফয়সাল রানা (৪০), একই উপজেলার কাজোড়া গ্রামের মজিদ মাষ্টারের ছেলে নাজমুল হক টিটু (৪১)। তারা সেনা বাহিনীর স্টেশন হেড কোয়ার্টার সিভিল ‘মেস ওয়েটার’ এবং মালী পদে ভূয়া নিয়োগপত্র দেখিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। আমাদের এসএসসি পাশের মূল সনদ জমা নিয়েও তা ফেরৎ  দেয়নি, এমনকি বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা অসহায়, বিচারের আশায় পথে পথে ঘুরছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আর কোনো বেকার যুবক যেন প্রতারণার শিকার না হয়, আমারা যেন টাকা ফেরৎ পাই সেই ব্যবস্থা তিনি করবেন।’

এ বিষয়ে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটিতে আরিফুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কোটচাঁদপুর, ঝিনাইদহ এর নং কোর্ট পিটিশন-০৫/২০২২। অন্যটি- মামুন হাসান বাদী হয়ে মো. সাইদুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালত, জীবননগর চুয়াডাঙ্গা-নং-২৪/২২,তারিখ-১৮/০১/২০২২ ইং।

এ বিষয়ে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে একটি লিখিত অভিযোগও দেয়া আছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মামুন হাসান। এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।