ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি নম্বর হ্যাক করে চাঁদা দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন মহলে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। এ ঘটনায় গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাধারণ ডাইরিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন উল্লেখ করেছেন, ‘গত ৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিন হোসেনের কাছে দুই হাজার টাকা বিকাশ করতে বলা হয়। গাড়ি চালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা বিকাশ করে দেন। এরপর হ্যাকাররা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরও কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা করে দেওয়ার জন্য বলে। রাতে জেলা প্রশাসক টাকা পেয়েছেন কি না জানতে চান গাড়ি চালক মোমিন হোসেন। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তখন তাঁকে বলেন, ‘আমি তো তোমাকে টাকা পাঠাতে বলিনি।’ এসময় প্রতারক চক্রের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নাজির জহির হোসেন থানায় জিডি করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান বলেন, জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে একটি চক্র কয়েকজনকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির থানায় একটি জিডি করেছেন। আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে আটকের চেষ্টা চালাচ্ছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি নম্বর হ্যাক করে চাঁদা দাবি

আপলোড টাইম : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন মহলে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। এ ঘটনায় গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাধারণ ডাইরিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন উল্লেখ করেছেন, ‘গত ৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিন হোসেনের কাছে দুই হাজার টাকা বিকাশ করতে বলা হয়। গাড়ি চালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা বিকাশ করে দেন। এরপর হ্যাকাররা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরও কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা করে দেওয়ার জন্য বলে। রাতে জেলা প্রশাসক টাকা পেয়েছেন কি না জানতে চান গাড়ি চালক মোমিন হোসেন। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তখন তাঁকে বলেন, ‘আমি তো তোমাকে টাকা পাঠাতে বলিনি।’ এসময় প্রতারক চক্রের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নাজির জহির হোসেন থানায় জিডি করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান বলেন, জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে একটি চক্র কয়েকজনকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির থানায় একটি জিডি করেছেন। আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে আটকের চেষ্টা চালাচ্ছি।