ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।

এদিকে, সকাল ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এলএফ নেদারল্যান্ডস-এর সহযোগিতায় সংস্থার মিটিং রুমে ‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ স্লোগানে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রাইড প্রকল্পের প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ, সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান, মহিবুল হাবীব, রুবিনা খাতুন, প্রজেক্ট অফিসার আব্দুল আজিজ, ফিল্ড ভলেন্টিয়ার আব্দুর রহমান, সাইদুর রহমান রানা, সবুজ মিয়া, খোকন মিয়া, বিপুল হোসেন প্রমুখ।

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে চুয়াডাঙ্গা জেলায় বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল খোলার প্রতি প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।

ঝিনাইদহ:

‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ স্লোগানে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’  প্রকল্পের আয়োজনে এইড কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এইড কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কমিউনিটি মবিলাইজার মশিউর রহমান, ফিল্ড অফিসার নুরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালন

আপলোড টাইম : ১০:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।

এদিকে, সকাল ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এলএফ নেদারল্যান্ডস-এর সহযোগিতায় সংস্থার মিটিং রুমে ‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ স্লোগানে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও প্রাইড প্রকল্পের প্রোগ্রাম ফোকাল সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ, সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান, মহিবুল হাবীব, রুবিনা খাতুন, প্রজেক্ট অফিসার আব্দুল আজিজ, ফিল্ড ভলেন্টিয়ার আব্দুর রহমান, সাইদুর রহমান রানা, সবুজ মিয়া, খোকন মিয়া, বিপুল হোসেন প্রমুখ।

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে চুয়াডাঙ্গা জেলায় বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল খোলার প্রতি প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।

ঝিনাইদহ:

‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ স্লোগানে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’  প্রকল্পের আয়োজনে এইড কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে এইড কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশ নেয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কমিউনিটি মবিলাইজার মশিউর রহমান, ফিল্ড অফিসার নুরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।