ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে আবুল বাশার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ভ্যানচালক আবুল বাসারের লাশের ছবি

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আমঝুপি গ্রামের ভ্যানচালক আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি রনি হোসেন ও রতন আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাজেদুর রহমানের নেতৃত্বে গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রনিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রাম থেকে এবং রতনকে নিজ গ্রাম আমদহ থেকে গ্রেপ্তার করে।

এরা দুজনেই আবুল বাসার হত্যা মামলার এজাহার নামীয় এক ও দুই নম্বর আসামি। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরপুর সদর থানার তদন্ত অফিসার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রনি হোসেন সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও স্প্রিড এনার্জি ড্রিংকস কোম্পানির স্থানীয় পরিবেশকের বিক্রয় প্রতিনিধি (এসআর) এবং রতন আলী একই উপজেলার আমদাহ গ্রামের অজুত আলীর ছেলে ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মচারী।

তিনি জানান, হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পুলিশের গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সদর আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে মুদি দোকানি সালাউদ্দীনের সাথে রাস্তার ওপরে স্পিডব্রেকার নির্মাণকে কেন্দ্র রতন ও রনি তাদের গাড়িতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে বাঁচাতে আসলে, ছেলেকে ছেড়ে দিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত আবুল বাশারকে হত্যার ঘটনায় তার ছেলে সালাউদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩০। তারিখ ২৭/১/২০২২।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে আবুল বাশার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:১৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আমঝুপি গ্রামের ভ্যানচালক আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি রনি হোসেন ও রতন আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাজেদুর রহমানের নেতৃত্বে গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রনিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রাম থেকে এবং রতনকে নিজ গ্রাম আমদহ থেকে গ্রেপ্তার করে।

এরা দুজনেই আবুল বাসার হত্যা মামলার এজাহার নামীয় এক ও দুই নম্বর আসামি। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরপুর সদর থানার তদন্ত অফিসার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রনি হোসেন সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও স্প্রিড এনার্জি ড্রিংকস কোম্পানির স্থানীয় পরিবেশকের বিক্রয় প্রতিনিধি (এসআর) এবং রতন আলী একই উপজেলার আমদাহ গ্রামের অজুত আলীর ছেলে ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মচারী।

তিনি জানান, হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পুলিশের গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সদর আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে মুদি দোকানি সালাউদ্দীনের সাথে রাস্তার ওপরে স্পিডব্রেকার নির্মাণকে কেন্দ্র রতন ও রনি তাদের গাড়িতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে বাঁচাতে আসলে, ছেলেকে ছেড়ে দিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত আবুল বাশারকে হত্যার ঘটনায় তার ছেলে সালাউদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩০। তারিখ ২৭/১/২০২২।