ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২৭ ও মেহেরপুরে ৩১ জন নতুন করোনা আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের শরীরে। তুলনামূলকভাবে সারাদেশে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু না হলেও ২৭ জন নতুন আক্রান্ত হয়েছেন। গতকাল মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় থেকে কম। নতুন আক্রান্তদের প্রত্যেকে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ২৭ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩১০টি নমুনার  ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৮৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে ১০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৯৯ জন।

       গতকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেড জোনে করোনা আক্রান্ত ৪ জন ও ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে ১৫ জন রোগী চিকিৎসাধী অবস্থায় ছিলেন।

মেহেরপুর:

মেহেরপুরে নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২২ জন, গাংনী উপজেলার ৪ জন এবং মুজিবনগর উপজেলার ৫ জন রয়েছে। গতকাল বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগে করোনা পরীক্ষার ৮৮ টি নমুনার ফলাফল প্রকাশ করে এর মধ্যে ৩১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে, বাকী ৫৭টি নমুনার ফলাফল পজেটিভ আসে। নতুন ৩১ জনসহ বর্তমানে মেহেরপুরে ২২০ জন রোগী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১২৯ জন, গাংনী উপজেলার ৬৩ জন এবং মুজিবনগর উপজেলার ২৮ জন রয়েছে।

সারাদেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মুত্যুর হার তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল বুধবার  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় আরও জানা যায়, আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়। একই সমেয় শনাক্ত হন ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। সে হিসেবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ৫ জন বেড়েছে। আর শনাক্তের সংখ্যা কমেছে প্রায় সাড়ে ৯শ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ২৭ ও মেহেরপুরে ৩১ জন নতুন করোনা আক্রান্ত

আপলোড টাইম : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের শরীরে। তুলনামূলকভাবে সারাদেশে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু না হলেও ২৭ জন নতুন আক্রান্ত হয়েছেন। গতকাল মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় থেকে কম। নতুন আক্রান্তদের প্রত্যেকে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ২৭ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩১০টি নমুনার  ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৮৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে ১০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৯৯ জন।

       গতকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেড জোনে করোনা আক্রান্ত ৪ জন ও ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে ১৫ জন রোগী চিকিৎসাধী অবস্থায় ছিলেন।

মেহেরপুর:

মেহেরপুরে নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২২ জন, গাংনী উপজেলার ৪ জন এবং মুজিবনগর উপজেলার ৫ জন রয়েছে। গতকাল বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগে করোনা পরীক্ষার ৮৮ টি নমুনার ফলাফল প্রকাশ করে এর মধ্যে ৩১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে, বাকী ৫৭টি নমুনার ফলাফল পজেটিভ আসে। নতুন ৩১ জনসহ বর্তমানে মেহেরপুরে ২২০ জন রোগী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১২৯ জন, গাংনী উপজেলার ৬৩ জন এবং মুজিবনগর উপজেলার ২৮ জন রয়েছে।

সারাদেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মুত্যুর হার তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল বুধবার  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় আরও জানা যায়, আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়। একই সমেয় শনাক্ত হন ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। সে হিসেবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ৫ জন বেড়েছে। আর শনাক্তের সংখ্যা কমেছে প্রায় সাড়ে ৯শ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।