ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৭৪ ও মেহেরপুরে ২৯ জন আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৯৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও ৭৪ জন নতুন আক্রান্ত হয়েছেন। গতকাল মেহেরপুরে করোনা শনাক্ত হয়েছে ২৯ জন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় করোনার প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এ জেলায় এক দিনে নতুন করে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হলেও বাকি ৭৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। ফাঁকা রয়েছে সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩২৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৭৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ২৫২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ৫ জন ও জীবননগর উপজেলার ১১ জন রয়েছে।

নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে সদর উপজেলার একজন হাসপাতালের রেড জোন আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। অপর ৭৩ জন হোম আইসোলেশনে রয়েছে। গতকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেড জোনে করোনা আক্রান্ত ৩ জন ও ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে ১২ জন রোগী চিকিৎসাধী অবস্থায় ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ‘এখন পর্যন্ত সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন করোনা ইউনিটের রেড জোনে রোগী ভেতর সখ্যা ১ থেকে ১০ জনের মধ্যে রয়েছে। বর্তমানে রেড জোনে ৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে আর ইয়োলো জোনে রয়েছে ১২ জন।’

মেহেরপুর:

মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল মেহেরপুরের করোনা পরীক্ষার ৫৮টি নমুনার ফলাফল প্রকাশ করেন এর মধ্যে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বর্তমানে এ জেলায় ২০৩ জন রোগী করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে। এর মধ্যে সদর উপজেলায় ১২২, গাংনী উপজেলায় ৫৯ ও মুজিবনগর উপজেলার ২৩ জন। মেহেরপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮২ জন। তার মধ্যে সদর উপজেলার ৮৪, গাংনী উপজেলার ৫৮ ও মুজিবনগর উপজেলার ৪০ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৬, গাংনী উপজেলায় ১ হাজার ৭৭৯ ও মুজিবনগর উপজেলার ৬৫৮ জন।

সারাদেশ:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা  আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মহামারি শুরুর পর থেকে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৭২১ জন সুস্থ হয়েছেন । এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩১টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। এসময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

দেশে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৪ লাখ ৯৯ হাজার ৯২৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ৮৪৭টি নমুনা। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৭৪ ও মেহেরপুরে ২৯ জন আক্রান্ত

আপলোড টাইম : ০৮:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও ৭৪ জন নতুন আক্রান্ত হয়েছেন। গতকাল মেহেরপুরে করোনা শনাক্ত হয়েছে ২৯ জন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় করোনার প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এ জেলায় এক দিনে নতুন করে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হলেও বাকি ৭৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। ফাঁকা রয়েছে সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৩২৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৭৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ২৫২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ৫ জন ও জীবননগর উপজেলার ১১ জন রয়েছে।

নতুন আক্রান্ত ৭৪ জনের মধ্যে সদর উপজেলার একজন হাসপাতালের রেড জোন আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। অপর ৭৩ জন হোম আইসোলেশনে রয়েছে। গতকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেড জোনে করোনা আক্রান্ত ৩ জন ও ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে ১২ জন রোগী চিকিৎসাধী অবস্থায় ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ‘এখন পর্যন্ত সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন করোনা ইউনিটের রেড জোনে রোগী ভেতর সখ্যা ১ থেকে ১০ জনের মধ্যে রয়েছে। বর্তমানে রেড জোনে ৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে আর ইয়োলো জোনে রয়েছে ১২ জন।’

মেহেরপুর:

মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল মেহেরপুরের করোনা পরীক্ষার ৫৮টি নমুনার ফলাফল প্রকাশ করেন এর মধ্যে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বর্তমানে এ জেলায় ২০৩ জন রোগী করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে। এর মধ্যে সদর উপজেলায় ১২২, গাংনী উপজেলায় ৫৯ ও মুজিবনগর উপজেলার ২৩ জন। মেহেরপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮২ জন। তার মধ্যে সদর উপজেলার ৮৪, গাংনী উপজেলার ৫৮ ও মুজিবনগর উপজেলার ৪০ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৬, গাংনী উপজেলায় ১ হাজার ৭৭৯ ও মুজিবনগর উপজেলার ৬৫৮ জন।

সারাদেশ:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা  আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মহামারি শুরুর পর থেকে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৭২১ জন সুস্থ হয়েছেন । এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩১টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। এসময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।

দেশে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৪ লাখ ৯৯ হাজার ৯২৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ৮৪৭টি নমুনা। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।