ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে বোরো রোপণে ব্যস্ত কৃষক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

মুনশী মোকাদ্দেস/সোহাগ মন্ডল:

মুজিবনগরে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বোরো মৌসুমের শেষ সময়ে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে বোরো ধানের ফলনে ব্যাপক ক্ষতি হয়। সেই সাথে বাজারে ধানের ভালো দাম না পাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তাদের সকল হতাশাকে দূরে ঠেলে দিয়ে আবারও এক বুক আশা নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। তাঁদের আশা পূর্বের সকল লোকসানকে পুষিয়ে এবার লাভের মুখ দেখবেন, সেই আশাতেই পুরোদমে বোরো ধান রোপণে কোমর বেঁধে মাঠে নেমেছেন উপজেলার কৃষকেরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার চার ইউনিয়নের প্রায় প্রত্যেকটি মাঠে বোরো ধান চাষ করেছেন কৃষকরা। ইতঃমধ্যে উঁচু জমিতে রবি শস্য চাষ এবং নিচু জমিতে বোরো জমি প্রস্তুতকরণ, বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে সবাই ব্যস্ত সময় পার করছেন। পূর্বে রোপণকৃত বোরো ধানের চারা উত্তোলন করে তা চাষ দেওয়া জমিতে সারিবদ্ধভাবে রোপণ করছেন কৃষকরা। সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানে বাম্পার ফলনের আশা কৃষকদের।

উপজেলার ভবরপাড়া গ্রামের কৃষক মহাসিন জানান, এবার এক একর জমিতে বোরো রোপণ করব। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধান বাম্পার ফলন হবে বলে জানান এই কৃষক।

মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মুজিবনগর উপজেলায় বোরো ধানের ফলন ভালো হবে আমরা আশা করি। এবছরে মুজিবনগর উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮ শ হেক্টর জমি। এখন পর্যন্ত ১৯৯০ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। বোরো ধানের চারা রোপণে সঠিক পদ্ধতি ও সরকার অনুমোদিত আদর্শ জাতের বীজের বোরো ধানের চারা রোপণে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের আশা এবার আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে বোরো রোপণে ব্যস্ত কৃষক!

আপলোড টাইম : ০৮:২১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

মুনশী মোকাদ্দেস/সোহাগ মন্ডল:

মুজিবনগরে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বোরো মৌসুমের শেষ সময়ে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে বোরো ধানের ফলনে ব্যাপক ক্ষতি হয়। সেই সাথে বাজারে ধানের ভালো দাম না পাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তাদের সকল হতাশাকে দূরে ঠেলে দিয়ে আবারও এক বুক আশা নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। তাঁদের আশা পূর্বের সকল লোকসানকে পুষিয়ে এবার লাভের মুখ দেখবেন, সেই আশাতেই পুরোদমে বোরো ধান রোপণে কোমর বেঁধে মাঠে নেমেছেন উপজেলার কৃষকেরা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার চার ইউনিয়নের প্রায় প্রত্যেকটি মাঠে বোরো ধান চাষ করেছেন কৃষকরা। ইতঃমধ্যে উঁচু জমিতে রবি শস্য চাষ এবং নিচু জমিতে বোরো জমি প্রস্তুতকরণ, বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে সবাই ব্যস্ত সময় পার করছেন। পূর্বে রোপণকৃত বোরো ধানের চারা উত্তোলন করে তা চাষ দেওয়া জমিতে সারিবদ্ধভাবে রোপণ করছেন কৃষকরা। সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানে বাম্পার ফলনের আশা কৃষকদের।

উপজেলার ভবরপাড়া গ্রামের কৃষক মহাসিন জানান, এবার এক একর জমিতে বোরো রোপণ করব। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধান বাম্পার ফলন হবে বলে জানান এই কৃষক।

মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মুজিবনগর উপজেলায় বোরো ধানের ফলন ভালো হবে আমরা আশা করি। এবছরে মুজিবনগর উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮ শ হেক্টর জমি। এখন পর্যন্ত ১৯৯০ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। বোরো ধানের চারা রোপণে সঠিক পদ্ধতি ও সরকার অনুমোদিত আদর্শ জাতের বীজের বোরো ধানের চারা রোপণে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের আশা এবার আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।