ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ আদালতের কার্যক্রম শুরু করা হয়। ভেজাল ও নকল খাদ্যদ্রব্য সরবরাহকারী ও বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশুদ্ধ খাদ্য আদালত কার্যক্রম শুরু করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালত মেহেরপুরের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ নির্দেশে এ দিন শহরে বিভিন্ন দোকানে অভিযানও চালায় বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানে অলি আহমেদ, নুর ইসলাম, সাইফুল ইসলামের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি নকল চেরি ফল জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক জেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম কোর্টের ম্যাজিস্ট্রেট সমগ্র জেলার বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান পরিচালনা করতে পারবেন। এই আইনের অধীনে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর উদ্যোগে মেহেরপুরে প্রথম বারের মতো এ কার্যক্রম শুরু করা হলো।

আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারী ও বিশেষ আইনের অধীন ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু

আপলোড টাইম : ০৯:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ আদালতের কার্যক্রম শুরু করা হয়। ভেজাল ও নকল খাদ্যদ্রব্য সরবরাহকারী ও বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশুদ্ধ খাদ্য আদালত কার্যক্রম শুরু করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালত মেহেরপুরের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ নির্দেশে এ দিন শহরে বিভিন্ন দোকানে অভিযানও চালায় বিশুদ্ধ খাদ্য আদালত।

অভিযানে অলি আহমেদ, নুর ইসলাম, সাইফুল ইসলামের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি নকল চেরি ফল জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক জেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম কোর্টের ম্যাজিস্ট্রেট সমগ্র জেলার বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান পরিচালনা করতে পারবেন। এই আইনের অধীনে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর উদ্যোগে মেহেরপুরে প্রথম বারের মতো এ কার্যক্রম শুরু করা হলো।

আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারী ও বিশেষ আইনের অধীন ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।