ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আমঝুপিতে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, আবুল বাশারকে হত্যার ঘটনায় গতকাল দুপুরের দিকে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতর ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর রনি, দিঘীরপাড়া গ্রামের খোকনের ছেলে শামীম, ঘাটপাড়ার জামিরুল ছেলে আমিন, দিঘীরপাড়ার আক্তার আলীর ছেলে সাগর, গোপালপুরের হাতেম আলীর ছেলে মোহন, শফিকুলের ছেলে বিজন, দিঘীরপাড়া রাহাত আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম, জহির আলীর ছেলে পাভেল, আলম শেখের ছেলে আদম আলীসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৩০, তারিখ ২৭/১/২০২২।

উল্লেখ্য, গত বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তাঁর মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক স্থাপন করেন। এসময় একটি কোমল পানীয় কোম্পানির এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় গতিরোধক দেওয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে তাদের গাড়িতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাশার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাশারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন

আপলোড টাইম : ০৯:০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আমঝুপিতে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, আবুল বাশারকে হত্যার ঘটনায় গতকাল দুপুরের দিকে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতর ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর রনি, দিঘীরপাড়া গ্রামের খোকনের ছেলে শামীম, ঘাটপাড়ার জামিরুল ছেলে আমিন, দিঘীরপাড়ার আক্তার আলীর ছেলে সাগর, গোপালপুরের হাতেম আলীর ছেলে মোহন, শফিকুলের ছেলে বিজন, দিঘীরপাড়া রাহাত আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম, জহির আলীর ছেলে পাভেল, আলম শেখের ছেলে আদম আলীসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৩০, তারিখ ২৭/১/২০২২।

উল্লেখ্য, গত বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তাঁর মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক স্থাপন করেন। এসময় একটি কোমল পানীয় কোম্পানির এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় গতিরোধক দেওয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে তাদের গাড়িতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাশার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাশারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।