ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বাঁশবাড়িয়ার অপহ্নত যুবক সাব্বির বাড়ী ফিরেছে:জিয়া ও রাসেলের হদিস মেলেনি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / ৩৬২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রামের অপহ্নত যুবক সাব্বির ফিরে এসেছে কিন্ত ফেরেনি সাব্বির এর বাবা মা কর্তৃক দাঁয়ের করা মামলার দুই আসামী জিয়া এবং রাসেল। জানা গেছে, ২০১৫ ইং সালের মাঝামাঝি সময়ে বাঁশবাড়িয়া গ্রামের মসলেমের ছোট ছেলে সাব্বির বাড়ি থেকে বাবা মা এর উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে সে আর বাড়িতে ফেরে না। এদিকে তার বাবা মা দাবী করে উক্ত গ্রামের জিয়া এবং রাসেল তার ছেলেকে গুম করে খুন করেছে। অতঃপর তারা র‌্যাব এর কাছে মামলা করে তার কিছু দিনের মাথায় বাঁশবাড়িয়া গ্রাম থেকে র‌্যাব পরিচয়ে জিয়া এবং রাসেল কে তুলে নিয়ে যায়। বিভিন্ন জায়গাই খোজ করেও জিয়া এবং রাসেল কে আজও খুজে পাওয়া যায়নি । এদিকে সাব্বির এর পিতা মসলেম গ্রামে প্রচার করে বেড়াই যদি তার ছেলেকে ফিরিয়ে দেই তাহলে তারা জিয়া এবং রাসেল কে ছেড়ে দিবে। কিন্তু তাদের ছেলেকে আর ফিরিয়ে না দিয়ে সেই ছেলে সকলের সামনে  বহাল  তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে সুন্দর পোশাক পড়ে সাব্বির কে দেখা যায় গ্রামের দিকে হেটে আসতে। কিন্তু সে বাড়িতে পৌছানোর পর তার বাবা মা তাকে ঘরে আটকে রাখে এবং প্রতিবেশিদের দেখতেও দেয় না। এদিকে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছে মসলেম পরিবার। গ্রামবামী এবং অপহ্নতদের পরিবার এর দাবী মসলেম এবং তার স্ত্রী মিলে এই নাটক করে ওদের আটকে রেখে মুক্তিপন আদায়ের চেষ্টা করেছে। এখন সকলের দাবি ঐ ছেলে দুটিকে ফিরিয়ে দিতে হবে এবং মসলেম ও তার স্ত্রী কে যথাপুযুক্ত শাস্তি দিতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা বাঁশবাড়িয়ার অপহ্নত যুবক সাব্বির বাড়ী ফিরেছে:জিয়া ও রাসেলের হদিস মেলেনি

আপলোড টাইম : ০৫:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রামের অপহ্নত যুবক সাব্বির ফিরে এসেছে কিন্ত ফেরেনি সাব্বির এর বাবা মা কর্তৃক দাঁয়ের করা মামলার দুই আসামী জিয়া এবং রাসেল। জানা গেছে, ২০১৫ ইং সালের মাঝামাঝি সময়ে বাঁশবাড়িয়া গ্রামের মসলেমের ছোট ছেলে সাব্বির বাড়ি থেকে বাবা মা এর উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে সে আর বাড়িতে ফেরে না। এদিকে তার বাবা মা দাবী করে উক্ত গ্রামের জিয়া এবং রাসেল তার ছেলেকে গুম করে খুন করেছে। অতঃপর তারা র‌্যাব এর কাছে মামলা করে তার কিছু দিনের মাথায় বাঁশবাড়িয়া গ্রাম থেকে র‌্যাব পরিচয়ে জিয়া এবং রাসেল কে তুলে নিয়ে যায়। বিভিন্ন জায়গাই খোজ করেও জিয়া এবং রাসেল কে আজও খুজে পাওয়া যায়নি । এদিকে সাব্বির এর পিতা মসলেম গ্রামে প্রচার করে বেড়াই যদি তার ছেলেকে ফিরিয়ে দেই তাহলে তারা জিয়া এবং রাসেল কে ছেড়ে দিবে। কিন্তু তাদের ছেলেকে আর ফিরিয়ে না দিয়ে সেই ছেলে সকলের সামনে  বহাল  তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে সুন্দর পোশাক পড়ে সাব্বির কে দেখা যায় গ্রামের দিকে হেটে আসতে। কিন্তু সে বাড়িতে পৌছানোর পর তার বাবা মা তাকে ঘরে আটকে রাখে এবং প্রতিবেশিদের দেখতেও দেয় না। এদিকে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছে মসলেম পরিবার। গ্রামবামী এবং অপহ্নতদের পরিবার এর দাবী মসলেম এবং তার স্ত্রী মিলে এই নাটক করে ওদের আটকে রেখে মুক্তিপন আদায়ের চেষ্টা করেছে। এখন সকলের দাবি ঐ ছেলে দুটিকে ফিরিয়ে দিতে হবে এবং মসলেম ও তার স্ত্রী কে যথাপুযুক্ত শাস্তি দিতে হবে।