মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পারলক্ষীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০১৮ ইং
আলমডাঙ্গার পারলক্ষীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বাবা ও ছেলে আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে কাদের আলী ও তার ছেলে রকিবুল। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে কাদের আলী ও তার ছেলে রকিবুল গুরুত্বর আহত হলে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত আহতর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরিকল্পনা চলছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে ধানের শীষের জনস্রোত, পথসভায় শরীফুজ্জামান শরীফ