ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বোয়ালমারীতে অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / ৩২৩ বার পড়া হয়েছে

DSCN4331নিজস্ব প্রতিবেদক: ‘আজকে বয়সের ভারে নুয়ে পড়া যেসব শিক্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন, একদিন তাদের হাত ধরেই আমাদের এ সমাজ বিকশিত হয়েছে। আজকের এসব প্রবীণ শিক্ষকরা আমাদের আলোর পথ দেখিয়েছেন। এসব শিক্ষকের মতোই বর্তমান কৃতি শিক্ষার্থীরাও আগামীতে আলোকিত করবে এ দেশ ও  সমাজকে।’ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল এসব কথা বলেছেন। তিনি গতকাল চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে কৃতি শিক্ষার্থী, ক্রীড়াবিদদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন করে গ্রামের যুব সমাজ। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গ্রামের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রথমপর্বের আলোচনা সভার সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল গফুর। অনুষ্ঠানে গ্রামের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, ৩০ জন কৃতি শিক্ষার্থী এবং ২০ জন কৃতি ক্রীড়বিদকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে রাজশাহী ব্যান্ড ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বোয়ালমারীতে অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান

আপলোড টাইম : ০৩:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭

DSCN4331নিজস্ব প্রতিবেদক: ‘আজকে বয়সের ভারে নুয়ে পড়া যেসব শিক্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন, একদিন তাদের হাত ধরেই আমাদের এ সমাজ বিকশিত হয়েছে। আজকের এসব প্রবীণ শিক্ষকরা আমাদের আলোর পথ দেখিয়েছেন। এসব শিক্ষকের মতোই বর্তমান কৃতি শিক্ষার্থীরাও আগামীতে আলোকিত করবে এ দেশ ও  সমাজকে।’ চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল এসব কথা বলেছেন। তিনি গতকাল চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে কৃতি শিক্ষার্থী, ক্রীড়াবিদদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন করে গ্রামের যুব সমাজ। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গ্রামের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রথমপর্বের আলোচনা সভার সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল গফুর। অনুষ্ঠানে গ্রামের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, ৩০ জন কৃতি শিক্ষার্থী এবং ২০ জন কৃতি ক্রীড়বিদকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে রাজশাহী ব্যান্ড ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।