ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহে এইচপিভি টিকাদান উপলক্ষে কর্মশালা

৮০ হাজার ছাত্রীকে দেওয়া হবে টিকা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে এক অ্যাডভোকেসি কর্মশালায় এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দীন আহম্মেদ।

বক্তব্য দেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, ঝিনাইদহ ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শৈলকুপার ডা. রাশেদ আল মামুনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য কর্মকর্তা ও টিকাদান কর্মীরা।

কর্মশালায় জানানো হয়, প্রতি বছর বিশে^ ৬ লাখ নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার মৃত্যুবরণ করেন। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে ইপিআই এইচপিভি টিকা প্রদান করা হবে। ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। এই টিকা বিশ^ব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। একটি ডোজই জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে যথেষ্ট বলে কর্মশালালায় জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে এইচপিভি টিকাদান উপলক্ষে কর্মশালা

৮০ হাজার ছাত্রীকে দেওয়া হবে টিকা

আপলোড টাইম : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে এক অ্যাডভোকেসি কর্মশালায় এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দীন আহম্মেদ।

বক্তব্য দেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, ঝিনাইদহ ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শৈলকুপার ডা. রাশেদ আল মামুনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য কর্মকর্তা ও টিকাদান কর্মীরা।

কর্মশালায় জানানো হয়, প্রতি বছর বিশে^ ৬ লাখ নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার মৃত্যুবরণ করেন। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে ইপিআই এইচপিভি টিকা প্রদান করা হবে। ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। এই টিকা বিশ^ব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। একটি ডোজই জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে যথেষ্ট বলে কর্মশালালায় জানানো হয়।