ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট উদ্ধার

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:৪১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সদস্য আনোয়াপুরের মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৫), কিতাব আলীর ছেলে যুবদলের সদস্য মিতুল মিয়া (৪০) ও একই এলাকার নুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পতাদিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট উদ্ধার করা হয়, যা মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য এই বিপুল পরিমাণ স্পিরিট মজুদ করা হয়েছিল। এবং মজুদকৃত এসব রেকটিফাইট স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে সংগ্রহ করা হতে পারে। অভিযানে যুবদল ও শ্রমিক দলের নেতাসহ তিনজন গ্রেপ্তার হন।
এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। যার মামলা নম্বর ৬।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট উদ্ধার

আপলোড টাইম : ১০:৪১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সদস্য আনোয়াপুরের মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৫), কিতাব আলীর ছেলে যুবদলের সদস্য মিতুল মিয়া (৪০) ও একই এলাকার নুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও ৫৫ পতাদিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাৎপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি ভাড়া বাসা থেকে ৭২৪ লিটার রেকটিফাইট স্পিরিট উদ্ধার করা হয়, যা মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, ভেজাল মদ তৈরির জন্য এই বিপুল পরিমাণ স্পিরিট মজুদ করা হয়েছিল। এবং মজুদকৃত এসব রেকটিফাইট স্পিরিট কেরু অ্যান্ড কোম্পানি থেকে সংগ্রহ করা হতে পারে। অভিযানে যুবদল ও শ্রমিক দলের নেতাসহ তিনজন গ্রেপ্তার হন।
এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। যার মামলা নম্বর ৬।