ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে সুমুরদিয়া ডাঙ্গাপাড়ায় মজিবুর রহমানের লিজ নেওয়া (বুড্ডুমিয়ার পুকুর নামক) পুকুরে এ বিষ দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিবুর রহমান সদর থানায় সোহেলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিবুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। কয়েকদিন ধরে কেদারগঞ্জ বাজারপাড়ার মৃত মুছা আলীর ছেলে সোহেলের সঙ্গে সুমুরদিয়াপাড়ার কিছু লোকের বিবাদ চলছিল। এ বিষয়ে তার বড় ভাই প্রতিবাদ করলে সোহেলসহ আরও কয়েকজন তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে গিয়ে শত শত মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি পুকুরে গিয়ে দেখেন প্রায় সব মাছই মরে গিয়েছে। তিনি আরও বলেন, সকালে সোহেলসহ কয়েকজনকে পুকুরের পাশে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আপলোড টাইম : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে সুমুরদিয়া ডাঙ্গাপাড়ায় মজিবুর রহমানের লিজ নেওয়া (বুড্ডুমিয়ার পুকুর নামক) পুকুরে এ বিষ দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিবুর রহমান সদর থানায় সোহেলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিবুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। কয়েকদিন ধরে কেদারগঞ্জ বাজারপাড়ার মৃত মুছা আলীর ছেলে সোহেলের সঙ্গে সুমুরদিয়াপাড়ার কিছু লোকের বিবাদ চলছিল। এ বিষয়ে তার বড় ভাই প্রতিবাদ করলে সোহেলসহ আরও কয়েকজন তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে গিয়ে শত শত মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি পুকুরে গিয়ে দেখেন প্রায় সব মাছই মরে গিয়েছে। তিনি আরও বলেন, সকালে সোহেলসহ কয়েকজনকে পুকুরের পাশে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’