ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

২৩ বছর পর বন্ধুত্বের টানে মিলনমেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দূরন্তপনার সেই স্কুল জীবন ডিঙিয়ে যখনই কাধে জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এলো, সেগুলো বড্ড চেনা। বন্ধুর বন্ধন মিলনমেলা-১৯৯৯ এর শতাধিক বন্ধু একসঙ্গে সারাদিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচ ও গানে মশগুল ছিল।

গতকাল শুক্রবার জেলার অদূরে ডিসি ইকো পার্র্কে বন্ধুদের এই মিলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বন্ধুদের নিয়ে ছিল বিশাল আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের পরিচিতি সভা, র্যাফেল ড্র ও কমিটি গঠনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়। অনুষ্ঠানে সাইদুর রহমান সভাপতি, সানোয়ার হোসেন টিটন সাধারণ সম্পাদক ও আশরাফুল হক রতনকে অর্থ-সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

২৩ বছর পর বন্ধুত্বের টানে মিলনমেলা

আপলোড টাইম : ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক: সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দূরন্তপনার সেই স্কুল জীবন ডিঙিয়ে যখনই কাধে জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এলো, সেগুলো বড্ড চেনা। বন্ধুর বন্ধন মিলনমেলা-১৯৯৯ এর শতাধিক বন্ধু একসঙ্গে সারাদিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচ ও গানে মশগুল ছিল।

গতকাল শুক্রবার জেলার অদূরে ডিসি ইকো পার্র্কে বন্ধুদের এই মিলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বন্ধুদের নিয়ে ছিল বিশাল আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের পরিচিতি সভা, র্যাফেল ড্র ও কমিটি গঠনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়। অনুষ্ঠানে সাইদুর রহমান সভাপতি, সানোয়ার হোসেন টিটন সাধারণ সম্পাদক ও আশরাফুল হক রতনকে অর্থ-সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।